প্রশ্ন
হুজুর কিছুদিন আগে আমার খালু মারা গেছে ৷ আমার খালার চুড়ি চেইন হাতের বালা নাকফুল সহ ইত্যাদি অনেক স্বর্নের অলংকার আছে ৷ জানার বিষয় হলো, খালা এখন এসব অলংকার ব্যবহার করতে পারবে কি না?
উত্তর
স্বামীর মৃত্যুর পর ইদ্দত শেষ হবার আগ পর্যন্ত কোন প্রকার সাজগুজ বা অলংকার পরিধান করা জায়েজ নেই । তাই আপনার খালার জন্য তার ইদ্দত শেষ হওয়ার আগ পর্যন্ত চুড়ি, চেইন হাতের বালা ইত্যাদি কোন কিছুই পরা যাবে না। তবে ইদ্দত শেষ হবার পর জায়েজ৷ তখন সব ধরণের অলংকার পরিধান ও সাজগুজ করতে পারবে ।
উল্লেখ্য যে, স্বামীর মৃত্যুর পর মহিলার ইদ্দতের সময় হল ৪মাস ১০দিন। চার মাস দশদিন পর্যন্ত সাজগুজ এবং অলংকার পরিধান করা নিষেধ। এর পর সবকিছু বৈধ ৷
-সূরা বাকারা , আয়াত: ২৩৫; আবু দাউদ, হাদীস নং-২৩০২; তাবয়ীনুল হাকায়েক-৩/২৬৬৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উল্লেখ্য যে, স্বামীর মৃত্যুর পর মহিলার ইদ্দতের সময় হল ৪মাস ১০দিন। চার মাস দশদিন পর্যন্ত সাজগুজ এবং অলংকার পরিধান করা নিষেধ। এর পর সবকিছু বৈধ ৷
-সূরা বাকারা , আয়াত: ২৩৫; আবু দাউদ, হাদীস নং-২৩০২; তাবয়ীনুল হাকায়েক-৩/২৬৬৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন