প্রশ্ন
আমার দাদা বৃদ্ধ বয়সে এক যুবতীকে বিয়ে করেছেন, পরে দাদা মারা যান ৷ আমার স্ত্রীও রোড এক্সিডেন্টে মারা যায়৷ আমি চেয়েছিলাম শরিয়তসম্মত হলে দাদার স্ত্রীকে বিয়ে করতে ৷ তাই জানার বিষয় হলো, দাদার বিবাহকৃত কোনো নারীকে (সৎ দাদী) বিয়ে করা বৈধ হবে কি?
উত্তর
দাদার স্ত্রী ( সৎ দাদী) মাহরামের অন্তর্ভুক্ত।
তাকে বিবাহ করা জায়েয নয়, হারাম৷ অতএব আপনি আপনার সৎ দাদীকে বিয়ে করতে পারবেন না৷
-সূরা নিসা ২২; তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ) ২/৫৪; আহকামুল জাসসাস ২/১১২; বাদায়েউস সানায়ে ২/৫৩৫; আলবাহরুর রায়েক ৩/৯৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
তাকে বিবাহ করা জায়েয নয়, হারাম৷ অতএব আপনি আপনার সৎ দাদীকে বিয়ে করতে পারবেন না৷
-সূরা নিসা ২২; তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ) ২/৫৪; আহকামুল জাসসাস ২/১১২; বাদায়েউস সানায়ে ২/৫৩৫; আলবাহরুর রায়েক ৩/৯৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন