১. যদি কখনো তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
২. তোমার পিতামাতা ,পরিবার- পরিজন ধনসম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না।
৩. ইচ্ছাকৃতভাবে কখনোই ফরয নামাজ ত্যাগ করবেনা । স্বেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূলের কোন দায়িত্ত্ব থাকবে না।
৪. কিছুতেই শরাব (হারাম পানীয়) পান করবে না। যা সমস্ত অশ্লীল কাজের মূল।
৫. সব রকমের পাপকার্য হতে নিজেকে দূরে রাখবে। তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে।
৬. চরম কঠিন মুহূর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবে না।
৭. যেখানে তোমার অবস্থান, সেখানে মহামারী দেখা দিলেও সেখানেই অবস্থান করবে।
৮. সাধ্যমত পরিবার পরিজনের প্রয়োজনে অর্থ ব্যয় করবে।
৯. সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাসনের লাঠি সরাবেনা । এবং
১০. পরিবার-পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে। (মুসনাদে আহমদ)
মুসনাদে আহমদ ৫/২৩৮-২৪৩
আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার
তাওফিক দান করুন।আমিন।