প্রশ্ন
হস্তমৈথুনের কারণে রোযা নষ্ট হবে কি না? যদি রোযা নষ্ট হয় তাহলে রমযানে কেউ এমনটি করলে উক্ত রোযার কাযা ও কাফফারা উভয়টি দেওয়া লাগবে নাকি শুধু কাযা করে নিলেই যথেষ্ট হবে?
উত্তর
হাত বা অন্য কোনো বস্ত্তর মাধ্যমে বীর্যপাত ঘটালে রোযা ভেঙ্গে যাবে। এক্ষেত্রে পরবর্তীতে এর কাযা আদায় করা জরুরি হবে। তবে কাফফারা আদায় করতে হবে না।
উল্লেখ্য, হস্তমৈথুন মারাত্মক গুনাহের কাজ। আর রোযা অবস্থায় এর ভয়াবহতা আরো বেশি। সর্বদা এ থেকে বিরত থাকা আবশ্যক।
-আলমুহীতুল বুরহানী ৩/৩৫০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কত দিন পর পর বীর্য ফেলা উচিত
কামরস বের হলে কি রোজা ভেঙে যাবে
কি কি কারণে রোজা ভেঙে যায়
হস্ত মৈথুনের উপকারিতা কি
রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি
হস্ত মৈথুনের পর কি নামাজ হবে
বীর্য না ফেললে কি হয়
রোজা হালকা হওয়ার কারণসমূহ