বিশ্ববিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম ও শাইখুল হাদীস, উস্তাদুল আসাতিযা মাওলানা মুফতি আবুল কাছিম নু’মানী আগামী ১৪ ফ্রেব্রুয়ারী ২০১৮ ময়মনসিংহের মুক্তাগাছা দুল্লা জামিয়াতুস সুন্নাহ কাসিমুল উলূম মাদরাসায় এক সংক্ষিপ্ত সফরে আসছেন। সেখানে দুপুর ১২টায় তিনি বয়ান করবেন। ৭ ফেব্রুয়ারি তিনি ১০দিনের সফরে বাংলাদেশে আগমন করবেন৷ ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যস্ত সময় কাটাবেন।৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ায় বাদ মাগরিব তিনি বয়ান করবেন।৯ ফেব্রুয়ারি সারাদিনে তাঁর ৪ জায়গায় প্রোগ্রাম। সকাল ৮টায় উত্তরায় ১০ নং সেক্টরে।বাদ জুমু’আ ফেনী দারুল উলূম রগুনাথপুরে।বাদ মাগরিব ঢাকা কদমতলী ২৪ফিট রসূলবাগ দারুল ফিকর ওয়াল ইরশাদ মাদরাসায়।বাদ ইশা ঢাকা সাভারে ইত্তিহাদুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ ঈদগাহ ময়দানে।১০ ফেব্রুয়ারিতে তিনি প্রোগ্রাম করবেন তিন জায়গায়। বাদ ফজর উত্তরা ৭নং সেক্টরে জামে মসজিদে।বাদ যুহর মুন্সীগঞ্জ সিরাজদিখা শেখ আব্দুল্লাহ ক্বওমী মাদরাসায় ও বাদ ইশা খুলনা শহরে তিনি বয়ান করবেন। ১১ ফেব্রুয়ারি সারাদিন রেস্টে থেকে বাদ ইশা তিনি দিনাজপুর শহরে বয়ান করবেন।১২ ফেব্রুয়ারি বাদ যুহর ঢাকা মাগুরার দোহারে মাদরাসা আব্দুল্লাহ ইবনে উমর (রা.) ও বাদ মাগরিব হবিগঞ্জ সদরের রায়দর জামিয়া সাদিয়া মাদরাসায় তিনি বয়ান করবেন।১৩ ফেব্রুয়ারি ঢাকা বনশ্রী মারকাযুল উলূম আল ইসলামিয়ায় সকাল ৮টায় ও বাদ মাগরিব কিশোরগঞ্জ কুলিয়ারচর জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দী মাদরাসায় তিনি বয়ান করবেন। ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ ছাড়াও নোয়াখালী শহরে বাদ মাগরিব তিনি বয়ান করবেন। ১৫ ফেব্রুয়ারি সিলেটে জামিয়াতুল খায়র আল ইসলামিয়ায় দুপুর ১২টায় ও ঢাকা উত্তরার ৩নং সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে বাদ মাগরিব তাঁর বয়ান রয়েছে। সর্বশেষ তিনি ১৬ ফেব্রুয়ারি বাদ জুমু’আ ফেনীর ছাগলনাইয়ায় জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাছিমুল উলূমে ও বাদ মাগরিব চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে দুই জায়গায় বয়ান করে ১৭ ফেব্রুয়ারি বিদায় নিবেন।হযরতের বয়ান শুনতে আগ্রহীদের জন্য হযরতের খলীফা পীরে কামিল আল্লামা রুহুল আমিন কাসেমীর নিকট থেকে সংগ্রহ করে এ সফরসূচী প্রচার করা হলো।
এম এ মান্নান