প্রশ্ন
আমাদের পরীক্ষার একটি প্রশ্নে এসেছে অযুতে হাত পায়ের আঙ্গুল খিলাল করার বিধান কী? এবং পায়ের আঙ্গুল খিলাল করার নিয়ম কী ? আমি সঠিক উত্তর লিখতে পারছি কি না জানা নেই ৷ তাই সঠিকটি জানালে উপকৃত হতাম ।
উত্তর
যদি হাত পা ধৌতের সময় আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছে গিয়ে থাকে, তাহলে খিলাল করা সুন্নাত। আর যদি খিলাল করা ব্যতীত ফাঁকে পানি না পৌঁছে তাহলে খিলাল করা ফরয।
পায়ের আঙ্গুল খিলাল করার নিয়ম হল, খিলাল করবে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে এবং শুরু করবে ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে । খিলালের সময় পায়ের উপর দিক দিয়ে আঙ্গুল প্রবেশ করাবে তারপর আঙুলের গোড়া থেকে উপরের দিকে টেনে নিয়ে আসবে ৷
-সুনানে আবু দাউদ ১/১৯; জামে তিরমিযী ১/১৬ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
পায়ের আঙ্গুল খিলাল করার নিয়ম হল, খিলাল করবে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে এবং শুরু করবে ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে । খিলালের সময় পায়ের উপর দিক দিয়ে আঙ্গুল প্রবেশ করাবে তারপর আঙুলের গোড়া থেকে উপরের দিকে টেনে নিয়ে আসবে ৷
-সুনানে আবু দাউদ ১/১৯; জামে তিরমিযী ১/১৬ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন