প্রশ্ন
আমরা অনেককে মসজিদে বিয়ে পড়াতে দেখি। শরীয়তে কি মসজিদে বিয়ে পড়াতে উৎসাহিত করা হয়েছে?
উত্তর
মসজিদে বিয়ে পড়ানো মুস্তাহাব। হাদীস শরীফে মসজিদে বিয়ে সম্পাদনের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।
-সুনানে তিরমিযী, হাদীস : ১০৯৫; মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ১০৪৪৮; ইলামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ ৩৬০; আদ্দুররুল মুখতার ৩/৮; ফাতহুল কাদীর ৩/১০২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
হুজুর দিয়ে বিয়ে
মসজিদে বিয়ে করার নিয়ম
নিজে নিজে বিয়ে করার নিয়ম
বিয়েতে খেজুর ছিটানো
কোন মাসে বিয়ে করা সুন্নত
সুন্নতি বিয়ের নিয়ম
পালিয়ে বিয়ে করলে কি হয়
নিজের বিয়ে নিজে পড়ানো