প্রশ্ন
আমাদের এলাকায় মাদরাসার জন্য একটি জমি ওয়াকফ করা হয়। তাতে এখনও মাদরাসা প্রতিষ্ঠা করা হয়নি। ভবিষ্যতে মাদরাসা করার পরিকল্পনা রয়েছে। এর পাশেই একটি মসজিদ আছে। মাদরাসার জমিতে যে সকল ফলমূল হয় তা বিক্রি করে এর মূল্য মসজিদের জন্য ব্যয় করা হয়। এখন প্রশ্ন হল, মাদরাসার জমিতে উৎপাদিত ফসলাদির মূল্য মসজিদের কাজে লাগানো জায়েয কি না? জানালে উপকৃত হব।
উত্তর
মাদরাসার জমিতে উৎপাদিত ফসলাদি মাদরাসার সম্পদ। তা বিক্রি করে মাদরাসার কাজেই ব্যয় করতে হবে এবং মাদরাসার জন্যই তা সংরক্ষণ করতে হবে। এই টাকা মসজিদের কাজে ব্যয় করা জায়েয হবে না।
Ñফাতাওয়া বাযযাযিয়া ৬/২৬১; আদ্দুররুল মুখতার ৪/৩৬০; দুরারুল হুককাম ২/৩৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ওয়াকফ সম্পত্তি বিক্রির নিয়ম
ওয়াকফ সম্পত্তির তালিকা
ওয়াকফ দলিলের নমুনা
ওয়াকফ জমি বিক্রয়
ওয়াকফ রেজিস্ট্রেশন
মসজিদের জমি বিক্রয় করার নিয়ম
ওয়াকফ সম্পত্তির মালিক কে
ওয়াকফ কত প্রকার