প্রশ্ন
আমাদের এলাকায় এক মহিলার জানাযা নামায অনুষ্ঠিত হয়। ভুলে লাশকে ইমামের সামনে উল্টো তথা দক্ষিণমুখী করে মাথা রাখা হয়। লাশের উপর চাদর থাকায় বিষয়টি বুঝা যায়নি। এভাবেই নামায আদায় করা হয়। জানতে চাই, উক্ত জানাযা নামায সহীহ হয়েছে কি?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে লাশ উল্টো করে রাখার করণে সুন্নাতের খেলাফ হয়েছে। তবে এক্ষেত্রে লাশ যেহেতু ইমামের সামনেই ছিল তাই উক্ত জানাযা নামায সহীহ হয়ে গেছে।
উল্লেখ্য যে, জানাযা নামায শুরু করার আগে ইমামের কর্তব্য হল, লাশ সঠিকভাবে সুন্নত তরীকায় রাখা হয়েছে কি না তা নিশ্চিত হয়ে নেওয়া।
-আলমাবসূত, সারাখসী ২/৬৮; আলমুহীতুল বুরহানী৩/১০২; শরহুল মুনয়া পৃ. ৫৮৮; আদ্দুররুল মুখতার ২/২০৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
দ্বিতীয় জানাজার হুকুম
জানাজার নামাজের নিয়ম হানাফি
জানাজার নামাজ পড়ানোর নিয়ম
জানাজার নামাজ কে পড়াবে
জানাজার নামাজের নিয়ত বাংলায়
জানাজার নামাজ কি ফরজ
জানাজার নামাজের দোয়া সমূহ pdf
জানাজার নামাজের নিয়ম দলিলসহ