প্রশ্ন
আমাদের দেশে পুরুষদের মধ্যে সালামের সময় মুসাফাহা করার প্রচলন আছে। কিন্তু মহিলাদের পরস্পরের সাথে মুসাফাহা করার প্রচলন নেই।
হুজুরের নিকট জানতে চাই, মহিলাদের পরস্পরের সাথে মুসাফাহা করা জায়েয আছে কি না?
উত্তর
হ্যাঁ , মহিলাদের জন্যও পরস্পরে মুসাফাহার বিধান রয়েছে। পুরুষের মতো তাদের জন্যও পরস্পরে সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নত।
-মুগনিল মুহতাজ ৩/১৭৫; আলমওসূআতুল ফিকহিয়্যাহ ৩৭/৩৫৭-৮
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মুসাফাহা করলে কি হয়
মুসাফাহার আদব
মুসাফাহার ফজিলত
ইসলামে কোলাকুলির বিধান
সালাম আল কাউসার
সুনানে আরবাআ কাকে বলে