প্রশ্ন
আমার একজন খালা গত তিন বছর আগে ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে তিনি আর পূর্ণ জ্ঞান ফিরে পাননি। অনেক কিছুই মনে রাখতে পারতেন না। মাঝেমধ্যে আপন-জনদেরকেও চিনতে তার বেগ পেতে হত। নামাযের সময় হলে কেউ মনে করিয়ে দিলে অজু করে এসে নামাযে দাঁড়াতেন। তবে কয় রাকাত পড়ছেন, সিজদা কয়টি করছেন মনে রাখতে পারতেন না। অর্থাৎ শুদ্ধভাবে কখনও নামায পড়তে পারতেন না। এ অবস্থায় তিন বছর যাওয়ার পর গত কিছুদিন আগে তিনি এন্তেকাল করেন। জানতে চাচ্ছি, তার উক্ত দীর্ঘ সময়ের নামাযগুলোর হুকুম কী? এ নামাযগুলোর ফিদয়া দিতে হবে কি?
উত্তর
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার খালার ব্রেন স্ট্রোকের পর তিনি যেহেতু পূর্ণ জ্ঞান ফিরে পাননি বরং একেবারে অস্বাভাবিক ছিলেন তাই তার ঐ সময়ের নামাযের জন্য আপনাদের কিছুই দিতে হবে না। কারণ, এমন অবস্থায় নামায ফরয থাকে না।
-জামে তিরমিযী, হাদীস ১৪২৩; রদ্দুল মুহতার ২/১০০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
স্ট্রোক এর পূর্ব লক্ষণ
ব্রেন স্ট্রোক সিম্পটমস
স্ট্রোকের উপসর্গ
প্যারালাইসিস এর লক্ষণ
স্ট্রোকের ইনজেকশন
স্ট্রোক প্রতিরোধ করার উপায়
রক্তক্ষরণজনিত স্ট্রোক কি
স্ট্রোকের পূর্বাভাস