প্রশ্ন
আমার নানু তার একটি জায়গা মসজিদের জন্য ওয়াকফ করার নিয়ত করেছেন এবং তিনি এ কথাও বলেছেন, ধরে নাও আমি এ জায়গা মসজিদে দিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তীতে ঐ জায়গার পাশেই আরেকটি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিধায় এ জায়গায় মসজিদ করার কোনো প্রয়োজন নেই। তাই তিনি নিয়ত করেছেন, এ জায়গা বিক্রি করে দেশে যেখানে মসজিদ নেই সেখানে মসজিদ নির্মাণ করবেন। আমার প্রশ্ন হল, বর্তমান জায়গা বিক্রি করে দেশে জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করা যাবে কি না?
উত্তর
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার নানু যেহেতু মৌখিক বা লিখিতভাবে ঐ জমি ওয়াকফ করে দেননি তাই শুধু নিয়তের কারণে বা ধরে নাও আমি এ জায়গা মসজিদের জন্য দিয়ে দিয়েছি’ বলার কারণে ঐ জমিটি ওয়াকফ হয়ে যায়নি। অতএব জমিটি বিক্রি করে অন্যত্র যেখানে প্রয়োজন আছে তা দ্বারা মসজিদ নির্মাণ করতে পারবেন।
হিদায়া ২/৬৪৪; ফাতহুল কাদীর ৬/২১৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ওয়াকফ সম্পত্তির তালিকা
মসজিদ ওয়াকফ করার নিয়ম
ওয়াকফ সম্পত্তি বিক্রির নিয়ম
ওয়াকফ রেজিস্ট্রেশন
ওয়াকফ দলিলের নমুনা
মসজিদের জমি বিক্রয় করার নিয়ম
মসজিদের জায়গায় মাদ্রাসা নির্মাণ
মসজিদের জায়গায় ঈদগাহ