প্রশ্ন
আমার স্ত্রী দেড়মাসের অন্তঃসত্ত্বা ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার গর্ভ নষ্ট হয়ে যায়। আর তা কিছু গোশতের টুকরার আকারে বেরিয়ে আসে। এরপর ৫/৬ দিন পর্যন্ত রক্ত আসে। স্রাবের সময়ও তার এমনই দেখা যায়। ঐ দিনগুলোতে সে নামায পড়েনি। আমার স্ত্রী মুফতী সাহেবের নিকট জানতে চায় যে, তার ঐ নামায কি কাযা করতে হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে গর্ভটির যেহেতু অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি তাই ৫/৬ দিন পর্যন্ত যে রক্ত এসেছে তা হায়েয হিসেবে গণ্য হবে;নেফাস নয়। আর উভয় অবস্থাতেই যেহেতু মহিলাদের নামায পড়া থেকে বিরত থাকা জরুরি তাই আপনার স্ত্রী ঐ দিনগুলোর নামায ছেড়ে দিয়ে ঠিকই করেছেন। তা কাযা করতে হবে না।
-আলবাহরুর রায়েক ১/২১৯; ফাতহুল কাদীর ১/১৬৫-১৬৬; আদ্দুররুল মুখতার ১/ ৩০২-৩০৩
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের ঔষধ
৪ মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া
গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা
প্রথমবার গর্ভবতী হওয়ার পর করণীয়
মিসক্যারেজ এর পর করণীয়
গর্ভবতী অবস্থায় মাসিক হয় কেন
গর্ভাবস্থায় তলপেট ভারী লাগে কেন
বাচ্চা নষ্ট হয়ে গেলে কিভাবে ওয়াশ করে