প্রশ্ন
আমি এক রমযানে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে খুব দুর্গন্ধ থাকায় অস্বস্তি বোধ করি এবং একপর্যায়ে বমির ভাব হয়। বমি না হওয়ার জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও বমি হয়ে যায়। জানতে চাই, এ কারণে আমার রোযা কি ভেঙ্গে গেছে? কাযা বা কাফফারা কোনটি ওয়াজিব হয়েছে? জানালে উপকৃত হব।
উল্লেখ্য, আমার বমিটা মুখ ভরে হয়েছিল। বমি হওয়ার পরও সারা দিন আমি কিছু খাইনি। একেবারে ইফতারির সময় খেয়েছি।
উত্তর
অনিচ্ছাকৃত বমি হলে রোযা ভাঙ্গে না। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার ঐ রোযা নষ্ট হয়নি; বরং তা আদায় হয়ে গেছে।
-জামে তিরমিযী, হাদীস : ৭২০; কিতাবুল আসল ২/১৯২; বাদায়েউস সানায়ে ২/৪১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
রমজানের ফাযায়েল ও মাসায়েল
বমি করলে কি রোজা ভেঙে যায়
মুখ ভরে বমি করলে রোজা
সিয়াম মাসিক আল কাউসার
রোজার জরুরী মাসআলা
রোজার মাসআলা মাসায়েল pdf
রোজার মাসায়েল আল কাউসার
রোজা অবস্থায় মাসিক হলে করণীয় আল কাউসার