প্রশ্ন
ইমাম মুসলিম রাহ. কার অনুরোধক্রমে তার সহীহ মুসলিম সংকলন করতে আরম্ভ করেন? তাঁর নাম কি ছিল? এবং তার আবেদনের ভাষ্য কীরূপ ছিল? বরাতসহ জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
তারীখে বাগদাদ, তারীখুল ইসলাম লিযযাহাবীসহ নির্ভরযোগ্য একাধিক তারীখ ও সিয়ারগ্রন্থে বর্ণিত হয়েছে যে, ইমাম মুসলিম রাহ. তাঁর বিশিষ্ট শাগরিদ আহমদ ইবনে সালামার (মৃত্যু : ২৮৬ হিজরী) অনুরোধে সহীহ মুসলিম সংকলন করতে আরম্ভ করেন। তারীখের ঐ সকল গ্রন্থে তার আবেদন হুবহু উদ্ধৃত হয়নি বলে আমরা তাঁর ভাষ্য কী ছিল তা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সহীহ মুসলিমের ভূমিকায় স্বয়ং ইমাম মুসিলমের বক্তব্য থেকে ঐ আবেদনের ভাষ্য সহজে অনুমান করা যায়।
-সহীহ মুসলিম ১/২; তারীখে বাগদাদ ৪/১৮৬; তারীখুল ইসলাম ওয়া ওফায়াতুল মাশাহির ওয়াল আলাম ২১/৪০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সহীহ হাদিস কয়টি
যে হাদিস একই সূত্রে ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন তাকে কী বলে
ইমাম মুসলিমের জীবন
হাদীস শাস্ত্রে ইমাম আবু দাউদের অবদান
মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ
ইমাম বুখারীর পীর কে
ইমাম বুখারী কি তাবেয়ী ছিলেন
হাদীস শাস্ত্রে ইমাম তিরমিযীর অবদান