প্রশ্ন
এক ব্যক্তির তিন মেয়ে দুই ছেলে। তাদের মধ্যে এক ছেলে পড়াশোনা করে। ছেলে হল বালেগ। আমার প্রশ্ন হল, ঐ ব্যক্তির নগদ ২ লক্ষ টাকা আছে। সে জানে তার উপর যাকাত ওয়াজিব হয়েছে। টাকাগুলো ২ বছর তার অধীনে আছে। সে যাকাতের টাকাগুলো তার ঐ ছেলের পিছনে খরচ করতে চাচ্ছে। এটা কী বৈধ হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
সন্তানাদিকে যাকাত দেওয়া জায়েয নয়। সন্তান বালেগ হলেও সে পিতামাতার যাকাত গ্রহণ করতে পারবে না। তাই সন্তানকে যাকাতের টাকা দিলে বা তার পড়ালেখার পেছনে এ টাকা খরচ করলে যাকাত আদায় হবে না।
-আল মুহীতুল বুরহানী ৩/২১২; আদ্দুররুল মুখতার ২/৩৪৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন
মুসলিম আইনে মায়ের সম্পত্তি বন্টন
মুসলিম আইনে সম্পত্তির বন্টন pdf
মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন
সম্পত্তি বন্টন ক্যালকুলেটর
বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ
ফারায়েজ হিসাব
নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির বন্টন