প্রশ্ন
একবার আমি ও আমার এক বন্ধু হজ্ব করার জন্য রওয়ানা হলাম এবং মক্কা শরীফে পৌঁছে হজ্বের সময় হজ্বের কাজ শুরু করলাম। ঘটনাক্রমে একদিন আমার বন্ধু এমন একটি কাজ করল যার ফলে তার উপর দম ওয়াজিব হয়, কিন’ আমার বন্ধু চাচ্ছে যে, দমটা অর্থাৎ পশু যবাইটা সেখানে না দিয়ে দেশের বাড়িতে দিবে। এখন আমার জানার বিষয় হল, তার জন্য কি বাড়িতে এসে দম দেওয়া ঠিক হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
দম হরমের ভিতরে দেওয়া জরুরি। হরমের বাইরে দমের নিয়তে পশু যবাই করলে তা দ্বারা দম আদায় হবে না। এখন কারো মাধ্যমে সেখানে দম দেওয়ার ব্যবস’া করলেও চলবে। নিজের যাওয়া জরুরি নয়।
নয়।-মুসান্নাফ ইবনে আবী শায়বা ৮/৬৯১; ফাতহুল কাদীর ২/৪৫২; আলবাহরুর রায়েক ৩/১৪; তাবয়ীনুল হাকায়েক ২/৫২; বাদায়েউস সানায়ে ২/৪৭৪; হাশিয়া তহতাবী আলালমারাকী পৃ. ৪০৪; আদ্দুররুল মুখতার ২/৫৫৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কি কি আমল করলে হজের সওয়াব পাওয়া যায়
হজ্জের নিয়ম pdf
হজ্জ পালন করার চেয়ে ও বেশি সওয়াব পাবেন কি করলে
হজ্ব প্রসঙ্গে মাসিক আল কাউসার সকল
হজ্ব প্যাকেজ ২০২৩
কোন সালাত আদায় করলে একটি হজ ও ওমরার সওয়াব পাওয়া যায়
কবুল হজ্জের সওয়াব
হজ্জ নসিব হওয়ার দোয়া