প্রশ্ন
ক) মুসাফিরের জন্য জুমআর নামাযের হুকুম কী? অর্থাৎ বিষয়টি কি এমন যে, তার জন্য জুমআর নামায না পড়ে যোহর পড়ারও অনুমতি আছে, তবে জুমআ পড়লেও পড়তে পারবে, নাকি জুমআর নামায না পড়া তার জন্য বাধ্যতামূলক। খ) মুসাফির জুমআর ইমামত করতে পারবে কি?
উত্তর
ক) মুসাফিরের জন্য জুমআ পড়া ফরয নয়। সে যোহর বা জুমআ যে কোনোটি পড়তে পারে।
খ) হ্যাঁ, মুসাফির জুমআর ইমামতিও করতে পারবে। এবং তার পিছনে মুকীমের ইক্তিদা সহীহ হবে।
খ) হ্যাঁ, মুসাফির জুমআর ইমামতিও করতে পারবে। এবং তার পিছনে মুকীমের ইক্তিদা সহীহ হবে।
আদ্দুররুল মুখতার ২/১৫৩, ১৫৫; আলবাহরুর রায়েক ২/১৫১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মুসাফিরের জুমার নামাজ কয় রাকাত
কসর নামাজের নিয়ম
কসর নামাজের নিয়ম আল কাউসার
মহিলাদের কসর নামাজ
কসর নামাজ কতদিন
মুসাফিরের ইমামতির হুকুম
এশার কসর নামাজের নিয়ম
কসর না করে পুরো নামায পড়লে কি হবে