প্রশ্ন
কখনো এমন হয় যে আমি যোহরের নামাযের নিয়তে জায়নামাযে দাঁড়াই। কিন্তু তাকবীরে তাহরিমার সময় মুখে চলে আসে, মাগরিব বা ইশা। এমতাবস্থায় আমার করণীয় কী? ঐ নিয়তেই নামায শেষ করব নাকি নতুন করে আবার নিয়ত করতে হবে?
উত্তর
নিয়ত মূলত অন্তরের সংকল্পের নাম। তাই যোহরের নামাযের সময় অন্তরে যদি যোহরের কথাই থাকে কিন্তু মুখে ভুলবশত অন্য ওয়াক্তের কথা চলে আসে তাতে অসুবিধা হবে না। এক্ষেত্রে যোহর নামাযই আদায় হবে। কিন্তু যদি মুখে ভুল উচ্চারিত হয় আর অন্তরে কিছুই স্থির না থাকে বা মুখে যা উচ্চারণ করছে সংকল্পেও তা থাকে তবে মুখেরটাই ধর্তব্য হবে। সেক্ষেত্রে ওয়াক্তের ফরয আদায় হবে না। তাই তা পুনরায় আদায় করতে হবে।
-রদ্দুল মুহতার ১/৪১৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সাহেবে তারতীব কাকে বলে
মহিলাদের রুকুর নিয়ম
সিজদা থেকে উঠে দাঁড়ানোর নিয়ম
সিজদার সময় পা কিভাবে রাখবে
মহিলাদের সিজদা করার সঠিক নিয়ম
সিজদা ও রুকুর তাসবীহ
নারী পুরুষের নামাজের পার্থক্য আল কাউসার
নামাজ শেষে আল্লাহু আকবার বলা