প্রশ্ন
হুজুর আমার একটি কসমের কাফ্ফারা রয়েছে ৷ আমি দশজন মিসকীনকে খানা না খায়িয়ে আমার নিকটস্থ একজন ব্যক্তি যে খুব বেশি দরিদ্র তাকে পুর্ন দশজনের খাবারের টাকা দিয়ে দিতে চাই ৷ এটা কি বৈধ হবে? এতে কি আমার কাফফারা আদায় হবে? জানালে খুশি হব ৷
উত্তর
কসমের কাফ্ফারার টাকা একত্রে এক ব্যক্তিকে দিয়ে দিলে তা আদায় হবে না ৷ তবে পুরো টাকা একজনকে দিতে চাইলে প্রত্যেকের টাকা ভিন্নভাবে দশ দিনে দিতে হবে। একদিনেই কাফফারার পুরো টাকা একজনকে দিয়ে দিলে তা একদিনের বলে বিবেচিত হবে। এবং বাকি নয়দিনের টাকা ভিন্নভাবে পুনরায় আদায় করতে হবে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কাফফারার পুরো টাকা একজনকে দিলে দশ দিনে দিতে হবে। আর দশজনকে দিলে একদিনেই দেওয়া যাবে ৷
– আলমাসূত, সারাখসী ৮/১৫৪; রদ্দুল মুহতার ৩/৭২৫ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
– আলমাসূত, সারাখসী ৮/১৫৪; রদ্দুল মুহতার ৩/৭২৫ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
কসমের কাফফারা কি আল কাউসার