প্রশ্ন
কেউ যদি জাকাত দেয়ার সময় বলে তোমাকে হাদিয়া দিলাম তাহলে তার জাকাত আদায় হবে কি?
উত্তর
যদি জাকাতের নিয়তে দিয়ে থাকে তাহলে আদায় হয়ে যাবে। কেননা জাকাত আদায় হয়ার ক্ষেত্রে নিয়তই ধর্তব্য হয়।
সুত্রঃবাহরুর রায়েক ২/৩৭০, আলমগীরি ১/১৮১, শামী ৩/৩৫১।
সুত্রঃবাহরুর রায়েক ২/৩৭০, আলমগীরি ১/১৮১, শামী ৩/৩৫১।
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়
কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ
যাকাত কাকে দেওয়া যাবে
যাকাত আদায় করা কি ফরজ
যাকাতের গুরুত্ব ও তাৎপর্য
ভাইকে যাকাত দেওয়া যাবে
স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২২
যাকাত কত টাকা হলে দিতে হবে