প্রশ্ন
জনৈক বক্তা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদার বর্ণনা দিতে গিয়ে বলেন, হাদীসে আছে ‘হাশরের দিন সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন।’ উক্ত কথাটি কি হাদীসে আছে? থাকলে সেই হাদীসটি উদ্ধৃতিসহ জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
হ্যাঁ, কথাটি হাদীসে আছে। হযরত আবু হুরায়রা রা.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমি হব সকল আদম-সন্তানের সরদার এবং আমিই প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমিই প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে।’
সহীহ মুসলিম, হাদীস : ২২৭৮
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কোন নবী শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন
সর্বশ্রেষ্ঠ নবী
রাসুল সাঃ শেষ নবী
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রধান মু জিযা
কোরআন বড় না নবী বড়
রুহুল্লাহ কার উপাধি
রাসূলের উম্মত কারা
বিশ্বনবীর ভালবাসা