প্রশ্ন
কিছুদিন আগে আমার বড় বোন ইন্তেকাল করেন ৷ তার কোন সন্তানাদি নাই ৷ বোন জামাইও মারা গেছে ৷
ওয়ারিশ বলতে শুধু আমরা দু’জন ভাই ও বোনের একজন দুধ মেয়ে আছে । জানার বিষয় হল, দুধ মেয়ে ওয়ারিশ হিসেবে আমার বোনের কোনো সম্পত্তি পাবে কি না?
ওয়ারিশ বলতে শুধু আমরা দু’জন ভাই ও বোনের একজন দুধ মেয়ে আছে । জানার বিষয় হল, দুধ মেয়ে ওয়ারিশ হিসেবে আমার বোনের কোনো সম্পত্তি পাবে কি না?
উত্তর
ইসলামের দৃষ্টিতে দুধ সম্পর্কীয় যেসব আত্মীয়স্বজন আছে তার মীরাস তথা উত্তাধিকারি হয় না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বোনের দুধ মেয়ে তার রেখে যাওয়া সম্পদের কোন অংশ পাবে না।
-আলবাহরুর রায়েক ৮/৪৮৮; আলমুহীতুল বুরহানী ২৩/২৮৩; আদ্দুররুল মুখতার ৬/৭৬২৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-আলবাহরুর রায়েক ৮/৪৮৮; আলমুহীতুল বুরহানী ২৩/২৮৩; আদ্দুররুল মুখতার ৬/৭৬২৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন