প্রশ্ন
ধুমপান করলে রোযা নষ্ট হবে কী না?
উত্তর
জী হাঁ, রোযা অবস্থায় ইচ্ছাকৃত ধুপমান করলে রোযা নষ্ট হয়ে যাবে। এবং কাযা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে।
– ইমদাদুল ফাত্তাহ পৃ. ৩৮১; রদ্দুল মুহতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বিড়ি খেলে কি রোজা হয়
সিগারেট খেলে রোজা হবে
ইফতারের পর সিগারেট খাওয়া
রোজা অবস্থায় গীবত করা
দাঁত থেকে কতটুকু পরিমাণ রক্ত বের হয়ে থুথুর সাথে পেটে চলে গেলে রোযা ভেঙ্গে যাবে?
কাফফারার জন্য চল্লিশটি রোজা রাখার পর অসুস্থতার কারণে