প্রশ্ন
কদিন আমি নতুন একটি তৈরি পাঞ্জাবী কিনে আনি৷ জুমার দিন উক্ত জামা পরে নামাযে যাওয়ার সময় আমার স্ত্রী বলে উঠলো তুমি নতুন জামা পরে নামাযে যাচ্ছো? নতুন জামা পরে না ধুয়ে যে নামায পড়া যায় না তুমি জানো না? অতপর জামা খুলে অন্য কাপড় পরে নামায যাই ৷ আমার জানার বিষয় হলো, নতুন জামা কি নাপাক? না ধুয়ে তা পরে কি নামায পড়া যায় না?
উত্তর
নতুন কাপড়ে দৃশ্যমান নাপাকি না থাকলে বা নাপাক লেগেছে বলে সুনিশ্চিত জামা না থাকলে শুধু সন্দেহের বশে কাপড়কে নাপাক সাব্যস্ত করা হবে না। এমতাবস্থায় উক্ত কাপড় পরে নামায পড়া যাবে ৷
যদি কোন নাপাক দেখা যায়, বা উক্ত কাপড়ে নাপাক আছে মর্মে জানা থাকে, তাহলেই কেবল উক্ত কাপড়কে নাপাক সাব্যস্থ হবে। এবং উক্ত কাপড় পরে নামায হবে না ৷ ধৌত করে নামায পড়তে হবে ৷
তবে সর্বাবস্থায় নতুন কাপড় ধুয়ে পরিধান করাই উত্তম।
আল আশবাহ ওয়ান নাজায়ের ১/১৮৩; রদ্দুুল মুহতার ১/১৫১ ৷
যদি কোন নাপাক দেখা যায়, বা উক্ত কাপড়ে নাপাক আছে মর্মে জানা থাকে, তাহলেই কেবল উক্ত কাপড়কে নাপাক সাব্যস্থ হবে। এবং উক্ত কাপড় পরে নামায হবে না ৷ ধৌত করে নামায পড়তে হবে ৷
তবে সর্বাবস্থায় নতুন কাপড় ধুয়ে পরিধান করাই উত্তম।
আল আশবাহ ওয়ান নাজায়ের ১/১৮৩; রদ্দুুল মুহতার ১/১৫১ ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
নামাযের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে
নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার হাদিস
নামাজের সামনে দিয়ে যাওয়ার বিধান