প্রশ্ন
আমাদের মসজিদে অনেক পুরাতন কুরআন শরীফ জমে আছে ৷ এগুলো কেউ পড়ে না, এখন পড়ার উপযুক্তও না৷ এসব কুরআন শরীফ কি করবো? এভাবে জমতে জমতে আরো বাড়ছেই৷ রাখাও কষ্টকর হয়ে যাচ্ছে৷ কেউ বলে এগুলোকে পুড়িয়ে দিতে আবার কেউ বলে নদীতে ফেলে দিতে৷ আপনার নিকট এ বিষয়ে সঠিক সমাধান চাই৷
উত্তর
পুরাতন কুরআন শরীফ যদি পড়ার অনুপযোগি হয়ে যায়, তাহলে সেগুলোকে কোন পবিত্র কাপড় দিয়ে ঢেকে এমন স্থানে দাফন করে দিবে, যেখানে স্বাধারনত মানুষের পা পড়ে না। এটাই সঠিক পদ্ধতি।
কুরআন শরীফ পুড়াবে না। কারন এর দ্বারা কুরআনকে অসম্মান করা হয়। কুরআন শরীফের অসম্মান হয় এমন কোন কাজ করা জায়েজ নেই
ফতওয়ায়ে হিন্দিয়া ৫/৩২৩; ফতওয়ায়ে শামী ৫/২৭১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
কুরআন শরীফ পুড়াবে না। কারন এর দ্বারা কুরআনকে অসম্মান করা হয়। কুরআন শরীফের অসম্মান হয় এমন কোন কাজ করা জায়েজ নেই
ফতওয়ায়ে হিন্দিয়া ৫/৩২৩; ফতওয়ায়ে শামী ৫/২৭১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
কোরআন শরীফ পোড়ানো
কপি কুরআন
কোরআন শরীফ পড়ে গেলে করণীয়
কুরআন শরীফ