প্রশ্ন
ফজরের নামাযের সময় আমি মসজিদের এক কোণে সুন্নত পড়ছিলাম। ইমাম সাহেব সূরা ফাতিহার পর সূরা আলিফ-লাম-মীম সাজদা পড়েন। সিজদার আয়াত পড়ে সিজদা আদায় করেন। আমি ইমাম সাহেবের সঙ্গে সিজদার আয়াতে শরিক হতে পারিনি। তবে ঐ রাকাতেই রুকুর আগে শরিক হয়েছি। জানার বিষয় হল, আমার কি পরবর্তীতে তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে?
উত্তর
না, পরবর্তীতে আপনাকে ঐ সিজদা আদায় করতে হবে না। কারণ প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ইমামের সাথে ঐ রাকাতেই শরিক হওয়ার কারণে কিরাত ও তিলাওয়াতে সিজদা সবই পেয়েছেন বলে ধর্তব্য হবে।
-শরহুল মুনইয়াহ ৫০১; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২৬৮; বাদায়েউস সানায়ে ১/৪৩৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫; আলমুহীতুল বুরহানী ২/৩৭৫; আদ্দুররুল মুখতার ২/১১০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফজরের দুই রাকাত সুন্নত নামাজের ফজিলত
ফজরের নামাজের সুন্নত আগে না ফরজ আগে
ফজরের নামাজের সুন্নত আগে না পরে
ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম
ফজরের ফরজ নামাজের পর সুন্নত পড়া যাবে কিনা
ফজরের সুন্নত নামাজের ফজিলত
ফজরের সুন্নত কি কাযা করতে হবে
ফজরের সুন্নত নামাজের পর দোয়া