প্রশ্ন
ফরয নামাযের প্রথম রাকাতে কখনো সূরা নাস পড়ে
ফেললে দ্বিতীয় রাকাতে আমার করণীয় কী?
ফেললে দ্বিতীয় রাকাতে আমার করণীয় কী?
উত্তর
প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতেও সূরা নাস পাঠ করবে । তবে ইচ্ছাকৃত ফরযের উভয় রাকাতে একই সূরা পাঠ করা অনুত্তম। অবশ্য এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না।
-ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
নামাজে কোন সূরার পর কোন সূরা পড়বেন
নামাজে সূরা মিলানোর নিয়ম
কোন রাকাতে কোন সুরা
এক রাকাতে একাধিক সূরা পড়া যাবে
চার রাকাত ফরজ নামাজে সুরা পড়ার নিয়ম
নামাজে কোন সূরা আগে পড়তে হয়
নামাজে সুরা কি ক্রমানুসারে পড়তে হবে
নামাজের জন্য ১০ টি সূরা pdf