প্রশ্ন
বিবাহ সহীহ হওয়ার জন্য সর্বনিম্ন মহর কত? আর মহরে ফাতেমী কত? এক দিরহামের পরিমাণসহ জানালে উপকৃত হব।
উত্তর
বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম। অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রূপা। আর মহরে ফাতেমী হল ৫০০ দিরহাম। অর্থাৎ ১৩১.২৫ তোলা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা। এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম। বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা হলে ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা। আর মহরে ফাতেমীর মূল্য হয় ১,৫৭,৫০০/-
টাকা।
-শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮
টাকা।
-শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
মহরে ফাতেমী কত টাকা ২০২২
মহরে ফাতেমী কত টাকা ২০২১
মহরে ফাতেমী কত ভরি
মহরে ফাতেমী আলকাউসার
মহরে ফাতেমী কত ২০২৩
সর্বনিম্ন মহর কত টাকা
মহরে ফাতেমী কত টাকা 2023
মহরে ফাতেমী কি সুন্নত