প্রশ্ন
ব্যবসা করার জন্য যে মাল ক্রয় করা হয় তার যাকাত দিতে হবে কি না? ক্রয়কৃত মাল সারা বছরব্যাপী মজুত থাকবে না। তবে সারা বছরব্যাপী মাল ক্রয়-বিক্রয় চলতে থাকবে।
উত্তর
ব্যবসাপণ্য যাকাতযোগ্য সম্পদ। ব্যবসায়ীর যে দিন যাকাত-বর্ষ পূর্ণ হবে সেদিন তার নিকট বিক্রয়েরজন্য যেসব মালামাল থাকবে সেগুলোর মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। বছরের মাঝে মালামালকমবেশি যাই থাকুক তা ধর্তব্য নয়।
-মুখতাছারুত তাহাবী ৫০; রদ্দুল মুহতার ২/৩০২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
শেয়ারের যাকাত
দোকানের মালের যাকাত
যাকাত আদায়ের পদ্ধতি
ব্যবসার গরুর যাকাত
ব্যবসায়িক পণ্যের যাকাত
যাকাত কখন ওয়াজিব হয়
কোম্পানির যাকাত
মহিলাদের যাকাত