প্রশ্ন
গাড়ি দুর্ঘটনায় আমার বাম হাতের কব্জি থেকে আঙ্গুল পর্যন্ত ক্ষত হয়। ডাক্তার ক্ষত অংশটুকুসহ আরো কিছু অংশ ব্যান্ডেজ করে দেন। কনুই পর্যন্ত বাকি অংশ খোলা আছে। অযুর সময় ব্যান্ডেজটি খুলে ক্ষত স্থানের আশপাশ ধৌত করাও বেশ কষ্টকর। অযুর সময় আমার করণীয় কী?
উত্তর
এধরনের ক্ষেত্রে অযু-গোসলের নিয়ম হল, ব্যান্ডেজকৃত অংশের উপর মাসেহ করা। অর্থাৎ ভেজা হাত দিয়ে পুরো ব্যান্ডেজের উপর মুছে দেওয়া। ভালো অংশের ব্যান্ডেজের উপরও মাসেহ করবে। তা খোলার প্রয়োজন নেই। আর ঐ হাতের অবশিষ্ট খোলা অংশ ধৌত করবে। -সুনানে আবু দাউদ ৪৯; ফাতাওয়া খানিয়া
১/৫০৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
১/৫০৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
হাত কেটে গেলে ওযু করার নিয়ম
ব্যান্ডেজের উপর ওযু করার নিয়ম
গোসল ফরজ অবস্থায় মারা গেলে
ফরজ গোসল করতে ভুলে গেলে করণীয়
হায়েজ গোসলের নিয়ম
ফরজ গোসলের বিকল্প
ফরজ গোসল ছাড়া নামাজ
ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা