প্রশ্ন
ভাইবোনসহ আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট পাঁচজন। সকলের সদাকাতুল ফিতর আমাদের পিতা নিজেই আদায় করে থাকেন। তিনি ফিতরার টাকাগুলো প্রত্যেক ফকীরকে ১৫/২০ টাকা হারে ভাগ করে দেন। হুজুরের নিকট আমার প্রশ্ন হল, এভাবে এক ফিতরা কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে কি? নাকি এক সদাকাতুল ফিতরের পুরোটা এক ফকীরকে দেওয়া জরুরি?
উত্তর
একটি ফিতরা একাধিক ব্যক্তিকেও দেওয়া জায়েয। তাই একেকজনকে ১৫/২০ টাকা করে দিলেও আদায় হয়ে যাবে। তবে একটি ফিতরা একজনকে দেওয়া উত্তম।
-বাদায়েউস সানায়ে ২/২০৮; আলবাহরুর রায়েক ২/২৫৫; রদ্দুল মুহতার ২/৩৬৭; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৩৯৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফিতরা কি টাকা দিয়ে আদায় হবে
ফিতরা কার উপর ওয়াজিব মাসিক আল কাউসার
ফিতরা কার উপর ওয়াজিব আহলে হক মিডিয়া
সদকাতুল ফিতর
ফিতরার নেসাব
সাদাকাতুল ফিতর এর পরিমাণ কত
১ সা সমান কত কেজি চাল
যাকাতুল ফিতর কত হিজরীতে ফরজ হয়