প্রশ্ন
হুজুর আমরা যে মসজিদে ফ্যান, মাইক, বদনা ইত্যাদি দান করি তা কি দান করার দ্বারা ই ওয়াকফ হয়ে যাবে, নাকি মুখেও পৃথকভাবে ওয়াকফের কথা উচ্চারণ করতে হবো? এবং মসজিদের চাঁদার টাকায় যে ফ্যান, মাইক ইত্যাদি ক্রয় করা হয় তা কি ওয়াকফ হয়ে যাবে? অনুগ্রপুর্বক জানাবেন ৷
উত্তর
মসজিদে ফ্যান, মাইক ইত্যাদি কোনো জিনিস দান করলেই তা মসজিদের ওয়াকফকৃত মালের অন্তর্ভুক্ত হয়ে যায় । এর জন্য ওয়াকফ শব্দ উচ্চারণ করা জরুরি নয়। এমনিভাবে চাঁদা করে ফ্যান, মাইক ইত্যাদি ক্রয় করলেও তাতে ওয়াকফের হুকুম আরোপিত হবে।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৪১৭; রদ্দুল মুহতার ৪/৩৫৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪১৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রান ব্রাহ্মণবাড়িয়া ৷
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৪১৭; রদ্দুল মুহতার ৪/৩৫৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪১৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রান ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন