প্রশ্ন
হুজুর আমি একজন ইমাম ৷ আমার দুটি প্রশ্ন ৷
(১) আমার মহল্লায় কিছু মহিলা যিকির মাহফিল করে ৷ তারা বাড়ি বাড়ি গিয়ে উচু আওয়াজে যিকির করে ৷ এটা কতটুকু শরীয়তসম্মত ?
(২) কিছু মহিলা বাড়ি বাড়ি গিয়ে কয়েকজন মিলে সালাতুত তাসবীহ নামায পড়ে ৷ এটা কি বৈধ?
(১) আমার মহল্লায় কিছু মহিলা যিকির মাহফিল করে ৷ তারা বাড়ি বাড়ি গিয়ে উচু আওয়াজে যিকির করে ৷ এটা কতটুকু শরীয়তসম্মত ?
(২) কিছু মহিলা বাড়ি বাড়ি গিয়ে কয়েকজন মিলে সালাতুত তাসবীহ নামায পড়ে ৷ এটা কি বৈধ?
উত্তর
(১) যিকির করা উত্তম ও সাওয়াবের কাজ ৷ কিন্তু তার জন্য মহিলাদের জমা হওয়ার কোন প্রয়োজন নেই ৷ মহিলাদের আওয়াজও সতরের অন্তর্ভূক্ত। তাই কোন অবস্থাতেই মহিলাদের একসাথে জমা হয়ে উচ্চস্বরে যিকির করা জায়েয নয় । এতে ছাওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আর এ যিকির করতে গিয়ে যদি এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার সময় পর্দার খেলাফ হয়, তাহলে তা হবে জঘন্ন পর্যায়ের গুনাহ ৷ ফরজ লঙ্গন করে উত্তম কে নিয়ে লিপ্ত হওয়া ৷ তাই মহিলাদের যিকির জোরে নয়, বরং নিঃশব্দে বা শুধু নিজে শোনার মত অল্প আওয়াজে একাকী যিকির করতে হবে। এর দ্বারাই তাদের যিকিরের ফজীলত লাভ হবে। এজন্য তাদের কর্তব্য তারা প্রত্যেকে যার যার মত একাকি নিজ নিজ ঘরে বসে নির্জনে একাগ্রচিত্তে আল্লাহর যিকির করবে।
-সূরাহ নূর, ৩০,৩১; মিশকাত শরীফ, ১৯৭; ফাতাওয়া আলমগীরী, ৫ / ৩২৭৷
(২) ফেতনার আশংকায় মহিলাদের ফরয নামায আদায়ের জন্য ঘর থেকে বের হওয়া জায়েয নেই ৷ আর
সালাতুত তাসবীহ হল, নফল নামায। সুতরাং মহিলাদের
জন্য সালাতুত তাসবীহ তথা নফল নামায বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কোন ভাবেই বৈধ হবে না ৷ তাই তাদের জন্য কর্তব্য হলো সালাতুত তসবীহ নামায পড়তে হলে প্রত্যেকেই নিজ নিজ ঘরে একাকী আদায় করবে ৷
-ফাতহুল ক্বদীর- ১/৩৬৩; বাহরুর রায়েক- ১/৬১৫; মারাক্বিউল ফালাহ- ৩৮৬ আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার- ১/৫৬৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-সূরাহ নূর, ৩০,৩১; মিশকাত শরীফ, ১৯৭; ফাতাওয়া আলমগীরী, ৫ / ৩২৭৷
(২) ফেতনার আশংকায় মহিলাদের ফরয নামায আদায়ের জন্য ঘর থেকে বের হওয়া জায়েয নেই ৷ আর
সালাতুত তাসবীহ হল, নফল নামায। সুতরাং মহিলাদের
জন্য সালাতুত তাসবীহ তথা নফল নামায বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কোন ভাবেই বৈধ হবে না ৷ তাই তাদের জন্য কর্তব্য হলো সালাতুত তসবীহ নামায পড়তে হলে প্রত্যেকেই নিজ নিজ ঘরে একাকী আদায় করবে ৷
-ফাতহুল ক্বদীর- ১/৩৬৩; বাহরুর রায়েক- ১/৬১৫; মারাক্বিউল ফালাহ- ৩৮৬ আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার- ১/৫৬৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন