প্রশ্ন
মহিলারা ঘরে একা একা নামায পড়ার সময় ইকামত বলবে কি না?
উত্তর
মহিলাদের জন্য আযান-ইকামতের বিধান নেই। তাদের আযান-ইকামত দেওয়া মাকরূহ। তারা আযান-ইকামত ছাড়া নামায আদায় করবে।
সুনানে বায়হাকী ১/৪০৮; বাদায়েউস সানায়ে ১/৩৭৬; ফাতাওয়া খানিয়া ১/৭৮; ফাতহুল কাদীর ১/২১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩; ফাতাওয়া শামী ১/৩৯১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
একা নামাজ পড়ার নিয়ম
একাকী নামাজে কেরাত পড়ার নিয়ম
একা একা ফরজ নামাজ পড়ার নিয়ম
কাজা নামাজে কি ইকামত দিতে হবে
নিজে নিজে ফরজ নামাজ পড়ার নিয়ম
ইকামত দেওয়া কি সুন্নত
ঘরে নামাজ পড়লে কি নামাজ হবে
ইকামত দেওয়া কি ফরজ