প্রশ্ন
মহিলারা নিজ ঘরে একা নামায পড়লে যেখানে কোন পুরুষ প্রবেশের সম্ভাবনা নেই, মাথা থেকে পা পর্যন্ত পুর্ন শরীর ঢেকে নামায পড়তে হবে? নাকি কিছু অঙ্গ খোলা রাখা যাবে ?
উত্তর
মহিলারা তাদের চেহারা, দুই হাত কব্জি পর্যন্ত ও দুই পা গিরা পর্যন্ত ব্যতীত বাকি সম্পূর্ণ শরীর নামাযের পুর্ন সময় ঢেকে রাখা জরুরি। এটা তাদের নামাযের সতর ৷ তাই যদিও একা এমন ঘরে নামায পড়ে যেখানে কোন পুরুষ প্রবেশের সম্ভাবনা নেই তবু উক্ত সতর ফরজ ৷ উভয় পা খোলা রাখা জায়েয হলেও তা ঢেকে রাখাই উত্তম।
ইলাউস সুনান ২/১৬৩; আদ্দুররুল মুখতার ১/৪০৪; বাদায়েউস সানায়ে ১/৩০৬; মাজমাউল আনহুর ১/১২২; আলবাহরুর রায়েক ১/২৬৯৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
ইলাউস সুনান ২/১৬৩; আদ্দুররুল মুখতার ১/৪০৪; বাদায়েউস সানায়ে ১/৩০৬; মাজমাউল আনহুর ১/১২২; আলবাহরুর রায়েক ১/২৬৯৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ছেলেদের সতর কতটুকু
সতর না ঢাকার শাস্তি
মহিলাদের সতর কতটুকু
নামাযে মহিলাদের সতর।
নামাজে সতর খুলে গেলে
নামাজে কি পায়ের পাতা ঢাকতে হবে
পুরুষের সতর ঢাকা কি ফরজ
সতর কাকে বলে