প্রশ্ন
আমার অনেক সময় জামাতে এক দুই রাকাত ছুটে যায়। জানার বিষয় হল, ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করার সময় শুরুতে সূরা ফাতেহা পাঠ করব নাকি সানা পড়ে তারপর সূরা ফাতিহা পড়ব?
উত্তর
ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় সানা দিয়ে শুরু করা উত্তম। তাই সানা দিয়ে শুরু করা চাই৷ তবে সানা না পড়লেও নামায হয়ে যাবে৷
-ফাতাওয়া খানিয়া ১/১০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
-ফাতাওয়া খানিয়া ১/১০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
জামাতে রাকাত ছুটে গেলে করনীয়
ছুটে যাওয়া নামাজ আদায়ের নিয়ম
সালাতে এক বা দু রাকাত মাসবুক হলে
ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে
মাসবুকের মাগরিবের নামাজ
নামাজের ফরজ ছুটে গেলে
মাসবুক কি সানা পড়বে
মাসবুকের নামাজ আদায়ের পদ্ধতি