প্রশ্ন
মাসবুক যদি ইমামের সালামের সাথে একদিকে বা উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে এর হুকুম কী এবং সিজদায়ে সাহু লাগবে কি না?
উত্তর
মাসবুক যদি ইমামের সালামের পূর্বে অথবা একেবারে সাথে সালাম ফিরিয়ে থাকে তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে না। আর যদি ইমামের সালামের পর সালাম ফিরিয়ে থাকে তাহলে সাহু সিজদা দিতে হবে।
-বাদায়েউস সানায়ে ১/৪২২; ফাতহুল কাদীর ১/৩৩৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৪; আদ্দুররুল মুখতার ১/৫৯৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মাসবুক কখন দাঁড়াবে
ভুলে সালাম ফিরালে
মাসবুক ব্যক্তির নামাজ আল কাউসার
মাসবুক শেষ বৈঠকে কি পড়বে
ইমামের আগে সালাম ফিরানো
ইমামের সাথে সালাম ফিরানোর নিয়ম
নামাজে সালাম ফিরানোর হুকুম
মাসবুকের সাহু সিজদা