প্রশ্ন
যাকাত প্রদানকালে ব্যক্তিকে জানিয়ে দেওয়া জরুরি কি না? ঈদের দিন অনেক গরীব-মিসকিন বখশিশ চায়, তাদেরকে বখশিশ স্বরূপ যাকাতের টাকা দেওয়া যাবে কি?
উত্তর
যাকাত প্রদানের সময় গ্রহীতাকে যাকাতের বিষয়টি জানিয়ে দেওয়া জরুরি নয়। এক্ষেত্রে দাতার নিয়তই যথেষ্ট। অতএব, যাকাতের যোগ্য কেউ বখশিশ চাইলে তাকে না জানিয়ে যাকাতের টাকা প্রদান করলেও যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু নিজ গৃহের কর্মচারী বা অধীনস্ত কর্মচারিদেরকে যাকাতের টাকা ঈদবোনাস হিসাবে দেওয়া যাবে না। কারণ সেগুলো তাদের পারিশ্রমিকেরই অংশবিশেষ। অবশ্য কর্মচারীকে তার নির্ধারিত বেতন ও বোনাস দেওয়ার পর গরিব হওয়ার কারণে যাকাত থেকে কিছু দিতে চাইলে তা জায়েয হবে।
-আল বাহরুর রায়েক ২/২১২; আদ্দুররুল মুখতার ২/২৬৮
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
যাকাত কাকে দেওয়া যাবে না
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়
ভাইকে যাকাত দেওয়া যাবে
যাকাতের টাকা কোথায় দেওয়া যাবে
কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ
যাকাতের নিসাব কত টাকা ২০২১
যাকাত হিসাব করার নিয়ম
স্ত্রীর যাকাত কে দিবে