আমাদের দেশে ভিক্ষুকরা তাদের ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে প্রায়শই আল্লাহর নাম ব্যবহার করে। দুনিয়ার সামান্য পরিমাণ তুচ্ছ সম্পদ অর্জনের জন্য আল্লাহর নাম বিকিয়ে দেয়া যে কতটা গর্হিত কাজ তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে কেউ যদি এভাবে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চেয়েই ফেলে, তবে সেক্ষেত্রে আপনার কী করণীয়?
রাসুলুল্লাহ সা. বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর নামে চায়, তোমরা তাকে প্রদান করো।’ {আবু দাউদ : ১৬৭২। ইমাম নববি হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন – আলমাজমু’ : ৬/২৫৪}
‘আমি কি তোমাদের সবচে নিকৃষ্ট মানুষ সম্পর্কে অবগত করবো না? এমন ব্যক্তি, যার কাছে আল্লাহর নামে চাওয়া হয় অথচ সে এর কারণে প্রদান করে না।’ {তিরমিযি : ১৬৫২। ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান বলেছেন। শাইখ আলবানি সহিহুত তিরমিযিতে এটাকে সহিহ বলেছেন।}
তাই কেউ যদি ‘আল্লাহর ওয়াস্তে’ কিছু চেয়েই ফেলে, তাহলে এর কারণে সে চরম অন্যায়কারী হলেও আপনার জন্য উচিত হবে তাকে প্রদান করা। সাধারণভাবে এর ব্যত্যয় করাটা উত্তম চরিত্রের পরিচায়ক নয়।