প্রশ্ন
রমযান মাসে মহিলারা হায়েয-নেফাস অবস্থায় পানাহার ত্যাগ করে রোযাদারের মতো না খেয়ে থাকবে কি? কেউ কেউ বলেন, এভাবে রোযাদারের সাদৃশ্য অবলম্বন করলে নাকি গুনাহ হবে। এ ব্যাপারে সঠিক মাসআলা জানিয়ে বাধিত করবেন।
উত্তর
রমযান মাসে হায়েয-নেফাস অবস্থায় মহিলারা পানাহার থেকে বিরত থাকবে না। তবে লোকচক্ষুর আড়ালে পানাহার করবে। রোযাদারের সাদৃশ্য অবলম্বন করবে না। রোযাদারের মতো পানাহার বর্জন করাকে শরীয়তের বিধান মনে করলে গুনাহ হবে।
-ফাতাওয়া খানিয়া ১/২১৮; তাবয়ীনুল হাকায়েক ২/২০৫; আলকিফায়া ২/২৯০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
রোজা অবস্থায় মাসিক হলে করণীয়
হায়েজ অবস্থায় নামাজ পড়ার বিধান
পিরিয়ডের কত দিন পর রোজা রাখা যাবে
মহিলাদের রোজা ভঙ্গের কারণ
ইস্তিহাযা অবস্থায় রোজা
নেফাস অবস্থায় রোজা
শরীর থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে।
মেয়েদের মাসিকের সময়সীমা