প্রশ্ন
হুজুর রমযানে ঋতুস্রাবের কারণে যে কয়টি রোযা কাযা হয়েছে, সে রোযা গুলো শাওয়াল মাসে রাখার সময় যদি এর সাথে শাওয়ালের ছয় রোযার নিয়তও করি তাহলে ফরযের কাযা এবং শাওয়ালের ছয় রোযার সওয়াব পাওয়া যাবে কি না? দুইটা এক সাথে নিয়ত করলে কোন রোযা আদায় হবে? জানিয়ে বাধিত করবেন৷
উত্তর
রমযানের কাযা রোযা ও শাওয়ালের ছয় রোযার জন্য পৃথকভাবে নিয়ত করে পৃথকভাবে রাখা জরুরী ৷ অতএব রমযানের কাযা রোযার সঙ্গে শাওয়ালের ছয় রোযার নিয়ত করলে শাওয়ালের রোযা আদায় হবে না ৷ তা রমযানের কাযা রোযা হিসেবেই গণ্য হয়ে যাবে । এবং শাওয়ালের রোযার সওয়াবও পাওয়া যাবে না।
-বাদায়েউস সানায়ে ২/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-বাদায়েউস সানায়ে ২/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন