Home » অনুবাদকৃত বইসমুহ » আল বিদায়া ওয়ান্নিহায়া - খন্ড ৩ » রাসূলুল্লাহ্ (সা)-কে জব্দ করার উদ্দেশ্য মুশরিকরা যে সব নিদর্শন ও অনৈতিক ঘটনা প্রদর্শনের দাবি জানিয়েছিল

রাসূলুল্লাহ্ (সা)-কে জব্দ করার উদ্দেশ্য মুশরিকরা যে সব নিদর্শন ও অনৈতিক ঘটনা প্রদর্শনের দাবি জানিয়েছিল

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • কুরায়শ গোত্র তাদের খ্যাত অথ্যাত এবং উচু নীচু সবাইকে আমাদের বিরুদ্ধে
    প্রতিযােগিত ৷র জন্যে আহ্বান করেছে ৷ কিন্তু তারা সফল হতে প ৷রেনি বরং৩ তাদের বুদ্ধিবিভ্রম
    ঘটেছে ৷
    সুপ্রাচীনকাল থেকেই আমরা কোন প্রকার জুলুম-নির্যাতনকে সমর্থন করি না ৷ কেউ
    অহংকারবশত ঘাড় বীকা করলে আমরা তা সোজা করে দিই ৷
    সকল দুঃখ-দুর্দিনে আমরা কুরায়শ গোত্রের মর্যাদ৷ রক্ষা করি এবং যে কেউ এই বংশের
    ঘর-দোর ও দুর্গ-কুঠুরীতে আক্রমণের দুরভিসন্ধি করে আমরা তাকে প্রতিহত করি ৷

    আমাদের মাধ্যমেই বীক৷ লাঠি সোজা হয়েছে এবং আমাদের দ্বারাই এ বংশের শিকড় ও
    মুল পত্র পল্লবিত ও বিকশিত হয়েছে ৷
    পরিহেদ

    রাসুলুল্লাহ্ (না)-কে জব্দ করার উদ্দেশে ঘুশরিকরা যে সব নিদর্শন ও
    অলৌকিক ঘটনা প্রদর্শনের দাবী জানিয়েছিল

    তাদের এ দাবী ছিল সত ব্রুদ্রোহিতামুলক ৷ হিদায়াত কামনা ও সৎপথপ্রাপ্তির উদ্দেশ্যে নয় ৷
    এ জন্যেই তাদের অধিকা ৎশ আবদা ৷রই পুরণ করা হয়নি ৷ কা ৷রণ, মহান আল্লাহর নিশ্চিত জানা
    ছিল যে, তাদের পেশকৃত দাবী ও ঘটনাগুলাে স্বচক্ষে দেখা সত্বেও তা ৷রা তাদের সত্যদ্রোহিতায়
    অন্ধ হয়ে থাকবে এবং তাদের গোমরাহীর অন্ধকারে আবর্তিত হতে থাকবে ৷ এ প্রসংগে আল্লাহ
    তাআলা বলেন :

    তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের নিকট যদি কোন নিদর্শন আসতো,
    তবে অবশ ৷৩ৰুই ৷ ৷রা তাতে বিশ্বাস স্থাপন করত ৷বলুন, নিদর্শন তো অ ৷ল্লাহ্র ইখতিয়ারভুক্ত ৷
    তাদের নিকট নিদর্শন আসলেও তারা যে বিশ্বাস করবে না তা কিভা ৷বে তোমাদের বোধগম্য
    করা যাবে ? তারা যেমন প্রথমবার তাতে বিশ্বাস করেনি তে মন আমিও তাদের অম্ভরে ও নয়নে
    বিভ্রান্তি সৃষ্টি করব এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্তের মত ঘুরে বেড়াতে দেব ৷ আমি
    তাদের নিকট ফেরেশতা প্রেরণ করলেও এবং মৃতেরা তাদের সাথে কথা বললেও এবং সকল
    বস্তুকে তা ৷দের সম্মুখে হাবিব করলেও যদি না আল্লাহ ইচ্ছা করেন নতার৷ বিশ্বাস করবে না ৷ কিন্তু
    তাদের অধিকাং শই অজ্ঞ (৬৪ ১০৯ ১১১) ৷

    মহান আল্লাহ আরো বলেন :

    যাদের বিরুদ্ধে আপনার প্রতিপালকের বাণী সাব্যস্ত হয়ে গিয়েছে, তারা ঈমান আনবে না,
    এমনকি ওদের নিকট প্রত্যেকটিনিদ র্শনুঅ্যাংলেও যতক্ষণ না তারা মর্মত্তুদ শাস্তি প্রত্যক্ষ করবে
    (১০ : ৯৬৯ ৭) ৷
    আল্লাহ তাআলা অন্যত্র বলেন :
    পুর্ববর্তিগণ কতৃকি নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা থেকে বিরত রাখে ৷

    আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরুপ ছামুদ জাতিকে জ্জী দিয়েছিলাম ৷ এরপর তারা সেটির প্রতি জুলুম
    করেছিল ৷ আমি ভীতি প্রদর্শনের জন্যেই নিদর্শন প্রেরণ করি (১৭ : ৫৯) ৷

    মহান আল্পাহ্ আরো বলেন :

    এবং তারা বলে, কখনো আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের
    জন্যে ভুমি হতে প্রস্রবণ উৎসারিত করবে ৷ অথবা তোমার থেজুরের ও আৎগুরের এক বাগান
    হবে যার ফাকে ফাকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দিবে নদী-নলাে ৷ অথবা তুমি যেমন
    বলে থাক তদনুযায়ী আকাশকে থণ্ডবিখণ্ড করে আমাদের উপর ফেলবে অথবা আল্লাহ তাআলা
    ও ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করবে ৷ অথবা একটি স্বর্ণ নির্মিত গ্রহ হবে, অথবা
    তুমি আকাশে আরোহণ করবে; কিন্তু তোমার আকাশে আরোহণে আমরা কখনো ঈমান আনব
    না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব ৷ বলুন, ন্
    পবিত্র মহান আমার প্রতিপালকচ্ আমি তো হলাম কেবল একজন মানুষ একজন রাসুল ( ১ ৭ :
    ৯০-৯৩) ৷
    এ সকল আয়াত এবং এগুলোর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য আয়াত সম্পর্কে তড়াফসীর
    গ্রন্থের সংশ্লিষ্ট স্থানসমুহে আমরা বিস্তারিত আলোচনা করেছি ৷ সকল প্রশংসা মহান আল্লাহ্র ৷

    ইউনুস এবং যিয়াদ হযরত ইবন আব্বাস (বা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন,
    একদা সুর্যান্তের পর কুরায়শ বংশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা কাবাগৃহের নিকট সমবেত হয় ৷ ইবন
    আব্বাস (বা) উপস্থিত লোকদের নাম উল্লেখ করেছেন ৷ তাদের একে অন্যকে বলল যে,
    তোমরা মুহাম্মাদ (না)-এর নিকট প্রতিনিধি প্রেরণ কর এবং তার নিকট ষুক্তিতর্ক পেশ কর
    যাতে শেষ পর্যন্ত এ বিষয়ে তার কোন ওযর-আপত্তি না থাকে ৷ এরপর তারা তার নিকট এই
    বলে লোক পাঠায় যে, তোমার সম্প্রদায়ের শীর্ষস্থানীয় সল্লাম্ভ ব্যক্তিবর্গ সমবেত হয়েছেন, তারা

    তোমার সাথে কথা বলবেন ৷ রাসুলুল্লাহ্ (না) সব সময় এটাই কামনা করতেন তারা যেন
    সৎপথে আসে ৷ তাদের সত্যদ্রোহিতায় তিনি দুঃখ পেতেন ৷ তাদের উপস্থিতির কথা শুনে তিনি
    ধারণা করেন যে, ঈমান আনায়নের ব্যাপারে তাদের মনে কোন নতুন অনুভুতি সৃষ্টি হয়েছে ৷
    তইি সংবাদ শুনে দ্রুত তিনি তাদের নিকট উপস্থিত হন এবং তাদের নিকট গিয়ে বলেন ৷

    তারা বলল, হে মুহাম্মাদ ! আমরা তোমার নিকট সংবাদ পাঠিয়েছি এজন্যে যে এ বিষয়ে
    আমরা তোমার ওযর-আপত্তির পথ বন্ধ করে দিতে চাই ৷ তুমি তোমার সম্প্রদায়ের মধ্যে যে
    বিশৃৎখলা সৃষ্টি করেছ কোন মানুষ তার নিজ সম্প্রদায়ের মধ্যে তেমন কিছু করেছে বলে
    আমাদের জানা নেই ৷ তুমি আমাদের পুর্বপুরুষদের দৃর্নড়াম করেছ, আমাদের ধর্মের দোষত্রুটি
    বর্ণনা ও সমালোচনা করেছ ৷ আমাদের জ্ঞানী-গুণী লোকদেরকে তুমি মুর্থ বলেছ ৷ আমাদের
    উপাস্যগুলােকে তুমি পালমন্দ করেছ ৷ আমাদের ঐক্যবদ্ধ সম্প্রদড়ায়কে তুমি বিচ্ছিন্ন ও বিভক্ত
    করে দিয়েছ ৷ এমন কোন মন্দ কাজ ও মন্দ আচরণ নেই; যা তুমি আমাদের সাথে করনি ৷
    তোমার এরুপ প্রচারের দ্বারা ধন-সম্পদ সংগ্রহ করাই যদি উদ্দিষ্ট হয়, তবে আমাদের সকলের
    ধন-সম্পদ থেকে কিছু কিছু আমরা তোমাকে দিয়ে দিব যার ফলে ভুমি আমাদের সকলের
    চইিতে অধিক সম্পদশালী হয়ে যাবে ৷ সম্মান ও মর্যাদাই যদি তোমার কাম্য হয়, তবে আমরা
    তোমাকে আমাদের সকলের নেতা রুপে বরণ করে নিব ৷ তুমি যদি রাজা হতে চাও আমরা
    তোমাকে আমাদের রাজারুপে গ্রহণ করব ৷ আর তোমার নিকট এসকল বিষয় সংবাদ নিয়ে যে
    আসে, যে যদি জিন হয়ে থাকে যাকে তুমি দেখতে পাও এবং যে তোমাকে কাবু করেছে, তবে
    তার হাত থেকে তোমাকে রক্ষা করার জন্যে চিকিৎসা খাতে যত অর্থ-কড়ি লাগে আমরা তা
    ব্যয় করে তোমাকে সুস্থ করে তৃলব ৷ এর কােনটিই যদি তুমি গ্রহণ না কর, তবে তোমার কোন
    ওমর-আপত্তি আমরা মেনে নেব না ৷

    উত্তরে রাসুলুল্লাহ্ (সা) বললেন, আপনারা যা বলছেন তার কােনটিই আমার ক্ষেত্রে
    প্রযোজ্য নয় ৷ আমি যে বিষয়টি নিয়ে এসেছি তা দ্বারা আপনাদের ধন-সম্পদ হস্তগত করা
    আমার উদ্দেশ্য নয় ৷ আপনাদের মাঝে সম্মানজনক স্থান লাভ করাও আমার উদ্দেশ্য নয় ৷
    রাজতৃও আমি চাই না ৷ বরং মহান আল্লাহ্ আমাকে আপনাদের নিকট প্রেরণ করেছেন
    রাসুলরুপে ৷ তিনি আমার প্রতি কিতাব নাযিল করেছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন আমি
    যেন আপনাদেরকে পুরস্কারের সুসংবাদ এবং শাস্তির ব্যাপারে সতর্ক করি ৷ আমি আমার
    প্রতিপালকের দেয়া রিসালাতের বাণী আপনাদের নিকট পৌছিয়ে দিলাম এবং আপনাদের
    কল্যাণ কামনা করছি ৷ আমি যা এসেছি আপনারা যদি তা গ্রহণ করেন, তবে ইহ্কালীন ও
    পরকালীন কল্যাণ আপনারা লাভ করতে পারবেন, আর যদি তা প্রত্যাখ্যান করেন, তবে আমি
    ধৈর্য ধারণ করব যতক্ষণ না আল্লাহ্র পক্ষ থেকে আপনাদের ও আমার ব্যাপারে কোন ফায়সালা
    আসছে ৷

    এরপর কুরায়শের লোকেরা বলল, আমরা তোমাকে যে সকল প্রস্তাব দিয়েছি, তার
    কােনটিই যদি তুমি গ্রহণ না কর, তবে অন্য একটি কাজ কর ৷ তুমি তো জান যে, আমাদের
    দেশ খুব ছোট, আমাদের ধন-সম্পদ খুবই কম এবং আমরা খুব দুঃখ-কষ্টে জীবন যাপন করি ৷

    তোমার প্রতিপালক যিনি তোমাকে রিসালাত সহকারে পড়াঠিয়েছেনঃ তুমি তার নিকট এ আর্জি
    পেশ কর, তিনি যেন আমাদের এলাকাকে সংকুচিত করে রাখা এই পাহাড়টি দুরে সরিয়ে দেন
    এবং আমাদের দেশের আয়তন বাড়িয়ে দেন ৷ আরো নিবেদন পেশ কর, তিনি যেন আমাদের
    দেশে সিরিয়া ও ইরাকের ন্যায় নদ-নদী প্রবাহিত করে দেন ৷ আমাদের মৃত পুর্বপুরুষদেরকে
    পুনর্জীবিত করে দেন ৷ পুনরুজ্জীবিত মানুষদের মধ্যে যেন কুসাঈ ইবন কিলাবও থাকেন ৷
    কারণ, তিনি একজন সত্যবাদী ও শ্রদ্ধাভাজন প্রবীণ লোক ছিলেন ৷ তিনি পুনরুজ্জীবিত হয়ে
    এলে তুমি যা বলছ, তা সত্যি কি মিথ্যা আমরা তাকে জিজ্ঞেস করব ৷ আমরা তোমাকে যা
    বললাম, তুমি যদি তা করে দেখাতে পার এবং আমাদের পুর্বপুরুষেরা যদি তোমাকে সতাবাদী
    বলে প্রত্যায়ন করেন, তবে আমরা তোমাকে সত্যবাদী বলে মেনে নেব ৷ আমরা তখন আল্লাহ্র
    নিকট তোমার বিশেষ মর্যাদা রয়েছে বলে বুঝতে পারব এবং এও বুঝতে পারব যে, তুমি যেমন
    বলছ ঠিকই আল্লাহ্ তাআলা তোমাকে রাসুলরুপে প্রেরণ করেছেন ৷

    রাসুর্চুলুল্লাহ্ (সা) তাদেরকে বললেন, ওই সব কাজ করার জন্যে তো আমাকে প্রেরণ করা
    হয়নি ৷ আমি তো আপনাদের নিকট এসেছি সে সব বিষয় নিয়ে, যেগুলো সহকারে আল্পাহ্
    তড়াআলা আমাকে পাঠিয়াছেন ৷ যে সব বিষয়সহ আমি আপনাদের প্রতি প্রেরিত হয়েছি, সে
    গুলো আমি আপনাদের নিকট পৌছিয়ে দিয়েছি ৷ আপনারা যদি সেগুলো গ্রহণ করেন, তবে
    ইহকালে ও পরকালে আপনাদের কল্যাণ হবে ৷ আর যদি সেগুলো প্রত্যাখ্যান করেন, তবে আমি
    ধৈর্য-ধারণ করব এবং আল্লাহ্ তাআলার নির্দেশের অপেক্ষায় থাকব যতক্ষণ না আল্লাহ্ তাআলা
    আমারও আপনাদের মাঝে ফায়সালা করে দেন ৷

    তারা বলল, আমরা যা চেয়েছি তুমি যদি তা করতে না পার , তবে তুমি এ কাজটি কর যে, ,
    তুমি তোমার প্রতিপালককে বল, তিনি যেন আমাদের নিকট একজন ফেরেশতা পাঠিয়ে দেন ,
    যে তোমার কথাগুলো সত্য বলে প্রত্যায়ন করবে এবং তোমার পক্ষ থেকে আমাদের
    তর্যভিযােগগুলো খণ্ডন করবে ৷ আর তুমি তোমার প্রতিপালকের নিকট নিবেদন পেশ করবে তিনি
    যেন আমাদের জন্যে রাগ-বাগিচা, সম্পদরাশি এবং স্বর্ণ, রৌপোর প্রাসাদরাজির ব্যবস্থা করে
    দেন ৷ তোমার জীবিকা অষেষণের ঝামেলা থেকে যেন তিনি তোমাকে মুক্ত করে দেন ৷ আমরা
    তো তোমাকে দেখছি যে, জীৰিকার তাকীদে তুমি হাটে-বাজারে যাচ্ছ এবং জীবিকা অম্বেষণ
    করছ যেমনটি আমরা করছি ৷ যদি এটুকু করতে পায়, তার তোমার প্রতিপালকের নিকট
    তোমার মর্যাদা ও গুরুত্ব কতটুকু তা আমরা বুঝতে পারব ৷ তুমি যেমন নিজেকে রাসুল বলে
    মনে করছো তা যদি সঠিক হয়েই থাকে, তবে একাজগুলো তুমি কর ৷

    রাসুলুল্পাহ্ (সা) তাদেরকে বললেন, আমি ওসব কিছুই করব না, আমি আমার
    প্রতিপালকের নিকট এ জাতীয় কোন আবেদন করব না ৷ এ সকল কাজ করার জন্যে আমাকে
    আপনাদের প্রতি প্রেরণ করা হয়নি ৷ বরং আল্লাহ্ তাআলা আমাকে প্রেরণ করেছেন
    সুসংবাদদাতা ও সতর্ককারী রুপে ৷ আমি যা এসেছি আপনারা যদি তা গ্রহণ করেন, তবে তাতে
    আপনাদের ইহকাল-পরকালের কল্যাণ হবে ৷ আর যদি তা প্রত্যাখ্যান করেন, তবে আমি ধৈর্য

    ধারণ করব আল্লাহর নির্দেশের জন্যে যতক্ষণ না আল্পাহ্ তাআলা আমাদের ও আপনাদের মাঝে
    ফায়সালা করে দেন ৷

    এরপর তারা বলল, তুমি তো বলে থাক যে, তোমার প্রতিপালক যা চান তা করেন, তাহলে
    তাকে বলে আকাশটাকে ভুপাতিত করে দাও ৷ এরুপ না করলে আমরা কখনো তোমার প্রতি
    ঈমান আনব না ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন, এটি আল্লাহর ইখতিয়ারাধীনই তিনি চাইলে
    তোমাদের জন্যে তা ঘটাবেন ৷

    এরপর তারা বলল, হে মুহাম্মদ! আমরা যে তোমার সাথে বৈঠকে বসব, তোমার নিকট
    এসব প্রশ্ন করব এবং তোমার নিকট যা দাবী করলাম এগুলো দাবী করব এসব বিষয় কি পুর্ব
    থেকেই তোমার প্রতিপালকের জানা ছিল না ’! যদি জানা থাকে, তবে তিনি তো আগে-ভাগে
    তোমাকে তা জানিয়ে দিতে পারতেন এবং এমন উত্তর শিখিা:য় দিতে পারতেন যা দ্বারা তুমি
    আমাদের যুক্তি খণ্ডন করতে পারতে ৷ তোমার আনীত বিষয়াদি যদি আমরা গ্রহণ না করি, তবে
    তিনি আমাদের ব্যাপারে কী করবেন তা তো তোমাকে জানিয়ে দিতে পারতেন ৷ আমরা সংবাদ
    পেয়েছি যে, ইয়ামামা অঞ্চলের অধিবাসী রাহমান নামের এক ব্যক্তি তোমাকে এসব শিখিয়ে
    দেয় ৷ আল্পাহ্র কসম, আমরা কখনই ওই রাহমানের’ প্ৰতি ঈমান আনব না ৷ হে মুহাম্মদ! এ
    সকল বক্তব্য দ্বারা আমরা তোমাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিয়েছি ৷ আল্লাহর কসম,
    তুমি আমাদের ব্যাপারে যা করে যাচ্ছ বিনা বাধড়ায় তা করে যাওয়ার জন্যে আমরা তোমাকে
    সুযোগ দিব না ৷ বরং তা প্রতিরোধ করতে গিয়ে হয়ত আমরা তোমাকে ধ্বংস করে দিব নতুবা
    তুমি আমাদেরকে ধ্বংস করে দিয়ে ৷

    মুশরিকদের কেউ কেউ বলেছিল, আমরা তো ফেরেশতড়াদের উপাসনা করি ৷ তারা আল্লাহ্র
    কন্যা ৷ ওদের কেউ কেউ বলেছিল, আমরা কখনই তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না
    তুমি আল্লাহ্কে এবং ফোরশতাদেরকে আমাদের সম্মুখে উপস্থিত কর ৷ রাসুলুল্লাহ্ (সা)-কে
    এসব কথা বলার পর তিনি ওখান থেকে চলে যান ৷ তার সাথে উঠে এল আবদুল্লাহ ইবন আবী
    উমাইয়া ইবন মুপীরা ইবন আবদুল্লাহ ইবন উমর ইবন মাখযুম ৷ সে ছিল রাসুলুল্পাহ্ (না)-এর
    ফুফু আবদুল মুত্তালিবের কন্যা আতিকার পুত্র ৷ সে বলল, হে মুহাম্মদ! তোমার সম্প্রদায় তোমার
    নিকট এ প্রস্তাবগুলাে পেশ করেছে অথচ তুমি এর কােনটিই গ্রহণ করলে না ৷ এরপর তারা
    নিজেদের কল্যাণের জন্যে বেশ কিছু দাবী উত্থাপন করল, যার দ্বারা তারা আল্লাহ্র নিকট
    তোমার প্রকৃত মর্যাদা সম্পর্কে অবগত হতে পারত তাও তুমি করলে না ৷ এরপর তারা
    তাৎক্ষণিক ও শীঘ্র শাস্তি আনয়নের দাবী জানান, যে শাস্তির ব্যাপারে তুমি তাদেরকে সতর্ক
    করছিলে ৷ আল্লাহ্র কসম, আমি তোমার প্রতি কখনই ঈমান আনব না যতক্ষণ না তুমি
    আকাশের সাথে একটি সিড়ি স্থাপন কর এবং আমাদের সম্মুখে ওই সিড়ি যেয়ে আকাশে
    আরোহণ কর ৷ এরপর সাথে করে একটি উন্মুক্ত কিতাব নিয়ে আসে-আর তোমার সাথে থাকবে
    ৪জন ফেবেশতা যারা সাক্ষ্য দািব যে, তুমি বা কালো তা যথার্থ ৷ আল্লাহ্র কসম তুমি যদি
    এটুকু করতে পার, তবে আমার ধারণা যে, তোমাকে সত্যবাদী বলে মেনে নিতে পারবে! ৷
    এরপর সে রাসুলুল্লাহ্ (না)-এর নিকট থেকে চলে যায় ৷ দুঃখ ভারাক্রাত্ত হৃদয়ে রাসুলুল্লাহ্ (সা)

    তার পরিবার পরিজনের নিকট ফিরে আসেন ৷৩ তারা যখন তাকে ভোকছিল, তখন যে বিরাট
    আশা নিয়ে তিনি ওদের নিকট গিয়েছিলেন, সে আশা ভঙ্গ হওয়ায় তিনি খুবই মর্মাহত হন ৷
    যখন দেখা গেল যে, তারা রাসুলুল্লাহ্ (না) থেকে দুরে সরে থাকতে চায় এবং তাদের সম্মিলিত
    ওই সমাবেশ ছিল অৰিচার, সীমালৎঘন ও সতব্রদ্রোহিত ড়ার মজলিস ৷ তখন মহান আল্লাহর
    হিকমত ও তার রহমতের দাবী ছিল যে, ওদের আহ্বানে সাড়া দেয়া যাবে না ৷ কেননা, মহান
    আল্লাহর সম্যক জ ৷ন৷ ছিল যে, তাতে ও ওরা ঈমান আনয়ন করবে না ৷ ফলশ্রুতিতে বরং তাদের
    শাস্তি-ই ত্বরান্বিত হবে ৷

    এ প্রস গে ইমাম আহমদ (র) বলেন, উছমান ইবন মুহাম্মদ ইবন আব্বাস (বা) থেকে
    বর্ণিত ৷ তিনি বলেন মক্কার অধিবাসিগণ রাসুলুল্লাহ্ (না)-এর নিকট অনুরোধ করেছিল তিনি
    যেন তাদের জন্যে সাফ৷ পাহাড়কে স্বর্ণে রুপান্তরিত করে দেন এবং অন্যান্য পাহাড়গুলোকে
    তাদের নিকট থেকে দুরে সরিয়ে দেন যাতে তারা স্বাচ্ছন্দো (ক্ষত-ফসল উৎপাদন করতে পারে ৷
    আল্লাহ তা আলার পক্ষ থেকে রাসুলুল্লাহ্ (সা) কে বলা হল যে, আপনি ইচ্ছা ৷করলে৩ তাদের ওই
    অনুরোধের ব্যাপারে অপেক্ষা করতে পারেন আর ইচ্ছ করলে তাদের আবদা রগুলো পুরণও করে
    দেখাতে পারেন ৷ তবে তখনও যদিত ৷র৷ কুফরী করে, তাহলে তারা নিশ্চয় তাৎক্ষণিকভা ৷বে

    ধ্বংস হয়ে যাবে, যেমন হয়েছে তাদের পুর্ববর্তী উম্মত ৩৷ তখন রাসুলুল্লাহ (সা) বললেন, আমি
    বরং তাদের ব্যাপারে অপেক্ষা করব ৷ এ প্ৰসৎগে আল্লাহ তাআলা বলেন :

    পুর্ববর্তিগণ কর্তৃক নিদর্শন অম্বীক৷ ৷র করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হতে ৩বিরত রাখে ৷

    আমি শিক্ষাপ্রদ নিদর্শনস্বরুপ ছামুদ জাতিকে উষ্টী দিয়েছিলাম, এরপর তারা তার প্রতি জুলুম
    করেছিল (১ ৭ ৫৯) ৷

    ইমাম নাসা ৷ঈ (র)-ও অনুরুপ হাদীছ হযরত জারীর (র ) থেকে বর্ণনা করেছেন ৷

    ইমাম আহমদ (র) বলেন, আবদুর রহমান হযরত ইবন আব্বাস (বা) থেকে বর্ণিত ৷
    তিনি বলেন, কুরায়শ বংশের লোকজন রাসুলুল্লাহ্ (সা) কে বলেছিল আপনি আমাদের জন্যে
    আপনার প্ৰতিপালকের দরবারে দুআ করুন যাতে তিনি সাফা পাহাড়কে আমাদের জন্যে স্বর্ণে
    পরিণত করে দেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন,
    তোমরা কি সত্যিই ঈমান আনবে ? তারা বলল, ছুব্রু৷ আমরা ঈমান আনব ৷ রাসুলুল্লাহ্ (সা)
    দুআ করলেন ৷ হযরত জিবরাঈল (আ) এলেন ৷ তিনি বললেন , হে মুহাম্মদ ৷ আপনার
    প্রতিপালক আপনাকে সালাম বলেছেন এবং এ কথা বলেছেন যে, যদি আপনি চান তবে সাফা
    পাহাড় স্বর্ণে পরিণত হবেই ৷ কিন্তু এরপর যদি ওদের কেউ কুফরী করে, তবে আমি এমন শান্তি
    দিব যা বিশ্বের কাউকেই দেব না ৷ আর আপনি যদি চান তবে আমি তাদের জন্যে রহমত ও
    তাওবার দরজা খুলে দেব ৷ রাসুপুহু:া৷হু (সা) বললেন, তাহলে রহমত ও তাওবার দরজাই বরং
    খুলে দিন ৷ দুটো হাদীছের সনদই উৎকৃষ্ট বটে ৷ বেশ কিছু সংখ্যক তাবিঈ থেকে এ হাদীছখানা

    মুরসাল পদ্ধতিতে বর্ণিত হয়েছে ৷৩ তারা হলেন সাঈদ ইবন জুবায়র, কা৩াদা, ইবন জুরায়জ
    প্রমুখ ৷

    ইমাম আহমদ ও তিরমিযী (র) আবদুল্লাহ্ ইবন মুবারক আবু উমামা১ (রা) সুত্রে বর্ণনা
    করেন যে, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন, আমার প্রতিপালক মক্কাভুমির সবটাই আমার জন্যে স্বর্ণে
    পরিণত করে দিলে আমি তাতে খুশী হবো কিনা জানতে চেয়েছেন ৷ আমি বলেছি যে, তা করার
    দরকার নেই ৷ আমি বরং একদিন তৃপ্তির সাথে আহার করব এবং একদিন উপােস করব ৷
    তাতেই আমি সভুষ্ট ৷ রাসুলুল্লাহ্ (সা) হুবহু একথাটিই বলেছিলেন কিৎবা এ মর্মের উক্তি
    করেছিলেন ৷ তিনি আরো বলেছিলেন, আমি যখন উপােস থাকর, তখন বিনয় সহকারে,
    কান্নাকাটি করে আপনার দরবারে দুআ করব এবং আপনাকে স্মরণ করব ৷ আর যখন তৃপ্ত হয়ে
    যাব, তখন আপনার প্রশংসা করব ও গােকর আদায় করব ৷ এটি ইমাম আহমদ (র)-এর বর্ণনা
    তিরমিযী (র) এটিকে হাসান বলে অভিহিত করেছেন ৷

    মুহাম্মদ ইবন ইসহাক ইবন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন ৷ তিনি বলেন কুরায়শ
    ৎশের লোকেরা নাযর ইবন হারিছ এবং উকবা ইবন আবী মুআয়৩ তকে মদীনায় ইয়াহুদীদের
    নিকট প্রেরণ করেছিল ৷ত তারা ওদেরকে বলেছিল তোমরা দু’ জন গিয়ে ইয়ড়াহ্রদী৷ যা জকদের নিকট
    মুহাম্মদ (সা) এর পরিচয় দেবে এবং তার বক্তব্য সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সতাসত্য
    সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করবে ৷ কারণ, তারা প্রথম আসমানী কিতাবপ্রাপ্ত সম্প্রদায় ৷ নবী
    রাসুলগণ সম্পর্কে তাদের সেই জ্ঞান আছে যা আমাদের নেই ৷ ওরা দু জন যাত্রা করে এবং
    মদীনায় গিয়ে পৌছে ৷ রাসুলুল্লাহ্ (সা) এর পরিচয় ক র্যকলাপ ও৩ তার কতক বক্তব্য উল্লেখ
    করে ওরা ইয়াহুদী যাজকদেরকে তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করে ৷ ত ৷র৷ দু জলে বলেছিল
    আপনারা তাওরাত কি৩াবপ্রাপ্ত সম্প্রদায় ৷ আমরা আপনাদের নিকট এসেছি এ উদ্দেশ্যে যে
    আমাদের ওই সােকটি সম্পর্কে আপনারা আমাদেরকে প্রকৃত ৩তথ্য জানাবেন ৷ ইয়াহদী যাজকগণ
    ওদেরকে বলল, আমরা তেড়ামাদেরকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি ৷ তোমরা তাকে ওই বিষয়
    সম্পর্ক জিজ্ঞেস করবে ৷ তিনি যদি ওগুলোর ঠিক ঠিক উত্তর দিতে পারেন, তবে তিনি নিশ্চয়ই
    রিসাল৩ প্রাপ্ত নবী ৷ আর তা না পারলে নিশ্চয়ই সে মিথ্যাবাদী , প্রতারক ৷ এরপর তার সম্পর্কে
    তােমরাই তোমাদের সিদ্ধ৷ ৷স্ত নিবে ৷

    প্রথমত, তোমরা তাকে জিজ্ঞেস করবে সেই একদল যুবক সম্পর্কে, যার৷ প্রথম যুগে
    হারিয়ে গিয়েছিল ওদের পরিণতি কী হয়েছিল ? কারণ তাদেরকে কেন্দ্র করে আশ্চর্যজনক ঘটনা
    ঘটেছিল ৷ দ্বিতীয়ত তাকে জিজ্ঞেস করবে সেই ব্যক্তি সম্পর্কে, যে পৃথিবীর পুর্ব প্রান্ত থেকে
    পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল তার বৃত্তান্ত কী ? তৃতীয়৩ তাকে জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে ৷
    রুহ কী ? তিনি যদি এগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে পারেন, তবে তিনি নিশ্চয়ই নবী ৷
    তোমরা তার অনুসরণ করবে ৷ অন্যথায় সে একজন মিথ্যাবাদী ৷ তার সম্পর্কে তোমরা যা
    করতে চাও করবে ৷

    ১ কোন কোন কপিতে কাসিম ইবন আবু উমাম৷ বলা হয়েছে ৷ মুলত তিনি হলেন কাসিম ইবন আবদুর রহমান ,
    বনী উমাইয়া দিমাশকী এর মুক্ত ক্রীতদাস ৷ তিনি আবু উমাম৷ ব্যতীত অন্য কোন সাহাবী থেকে হাদীছ
    বর্ণনা করেননি ৷

    নাযর ও উকবা ফিরে এল কুরায়শ সম্প্রদায়ের নিকট ৷ তারা বলল, হে কুরায়শ সম্প্রদায় !
    আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মুহাম্মাদ (সা)-এরমাঝে স্পষ্ট
    মীমাংসা করে দিয়ে ৷ ইয়াহ্রদী যাজকদল আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয়
    সম্পর্কে জিজ্ঞেস করতে ৷ উক্ত বিষয়গুলো তারা ওদেরকে জানায় ৷

    তখন কুরায়শের লোকেরা রাসুলুল্লাহ্ (না)-এর নিকট আসে এবং বলে, হে মুহাম্মদ !
    আমাদেরকে এ বিষয়গুলো সম্পর্কে অবহিত কর দেখি ৷ ইয়াহ্রদীদের নির্দেশিত বিষয়গুলো তারা
    র্তাকে জিজ্ঞেস করে ৷ রাসুলুল্পাহ্ (সা) বললেন, আপনারা যা জিজ্ঞেস করেছেন, সে সম্পর্কে
    আলি আগামীকাল আপনাদেরকে জানার ৷ তিনি ইনশাআল্লাহ্ বলতে ঐসময় তুলে যান ৷ ওরা
    প্রন্থান করল ৷ এদিকে রাসুলুল্লাহ্ (সা) একে একে পনের দিন অপেক্ষা করলেন বিন্তু ঐ সম্পর্কে
    কোন ওহী নাযিল হলো না, হযরত জিবরাঈল (আ) ও আসলেন না ৷ মক্কার অধিবাসীরা খুশীতে
    আটখানা ৷ তারা বলছিল, মুহাম্মদ (সা) আমাদেরকে পরেরদিন উত্তর দেয়ার অঙ্গীকার করেছে,
    অথচ পনের দিনের মাথায়ও সে আমাদেরকে প্রশ্নক্তেড়া৷ সম্পর্কে কোন উত্তর দিচ্ছে না ৷ ওহী বন্ধ
    থাকায় রাসুলুল্লাহ্ (সা) দুশ্চিন্তায় পড়ে গেলেন ৷ মক্কাবাসীদের অব্যাহত কটুক্তি ও তিরষ্কড়ার
    র্তাকে পীড়া দিচ্ছিল ৷ অবশেষে সুরা কাহ্ফ নিয়ে হযরত জিবরাঈল (আ) এলেন ৷ মুশরিকদের
    আচরণে ক্ষুব্ধ ও অধৈর্য হয়ে উঠার রাসুলুস্লাহ্ (না)-এর প্রতি মৃদু তিরঙ্কার রয়েছে এ সুরার ৷
    এতে তাদের প্রশ্নকৃত যুবকের তথ্য এবং পৃথিবী প্রদিক্ষণকারী ব্যক্তির বর্ণনা রয়েছে ৷ অন্যত্র রুহ
    সম্পর্কে আল্লাহ্ তাআলা বলেছেন :

    ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে ৷ বলুন, রুহ আমার প্রতিপালকের আদেশ

    ঘটিত এবং তােমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে (১৭ : ৮৫) ৷ ঐ বিষয়ে আমরা
    ও বিস্তারিত ভাবে তড়াফসীর গ্রন্থে আলোচনা করেছি ৷ সে সম্পর্কে অধিকতর জ্ঞান
    আহরণে কারো আগ্নহ থাকলে সেখানে দেখে নিতে পারবেন ৷

    মুশরিকদের প্রশ্ন উপলক্ষে আরো নাযিল হল :
    আপনি কি মনে করেন যে, গুহা ও রাকীমের অধিবাসিগণ আমার নিদর্শনাবলীর মধ্যে
    বিস্ময়কর : (১৮ : ৯) ৷ এরপর তাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন ৷ অবশ্য

    মধ্যখানে নিশ্চয়তাসুচক ইনশাআল্পাহ্ (যদি আল্পাহ্ চান) বলার শিক্ষা দেয়া হয়েছে ৷ শর্তসুচক
    অর্থে নয় ৷ এ প্রসংগে আল্লাহ্ তাআলা বলেন :

    কখনো আপনি কোন বিষয়ে বলবেন না ৷ “আমি এটি আপামীকাল করব” আল্লাহ্ ইচ্ছা
    করলে একথা বলা ব্যতীত ৷ তবে যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে
    (১৮ : ২৩) ৷

    হযরত খিযির (আ)-এর আলোচনার সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রসংপক্রমে এরপর হযরত
    মুসা (আ)-এর কথা আলোচনা করা হয়েছে ৷ তারপর আলোচনা করা হয়েছে যুলকারনায়ন এর
    কথা ৷ এ প্রসংগে আল্লাহ্ তড়াআলা বলেন :

    ওরা আপনাকে যুলকারনায়ন সম্পর্কে জিজ্ঞেস করে ৷ বলুন, আমি তোমাদের নিকট তার
    সম্পর্কে বর্ণনা করব ( ১ ৮ : ৮৩) ৷ এরপর আল্লাহ্ তাআলা যুলকারনায়নের বিষয়াদি ও
    ঘটনাবলী বিবৃত করেছেন ৷
    সুরা বনী ইসরাঈলে আল্লাহ্ তড়াআলা বলেন :
    ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে ৷ বলুন, রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত
    অর্থাৎ সেটি আল্লাহ্র এক বিস্ময়কর সৃষ্টি এবং এক বিশেষ নির্দেশ ৷ আল্লাহ্ তাআলার কুদরত
    ও প্রজ্ঞার ওই বিশেষ সৃষ্টির তত্ত্ব ও রহস্য অনুধাবন করা তোমাদের সাধ্যাতীত ব্যাপার ৷ তাই
    আল্লাহ্ তাআলা বলেন ণ্তামাদেরকে সামান্য জ্ঞানই
    দেয়া হয়েছে ৷
    সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে বর্ণিত আছে যে, ইয়াহুদিপণ মদীনা শরীফে রাসুলুল্লাহ্
    (না)-কে এ প্রশ্ন করেছিল এবং তখন তিনি এ আয়াতখানা পাঠ করে শুনিয়েছিলেন ৷ তাহলে
    এটা বলতে হবে যে, তখন আয়াতখানা পুনরায় নাযিল হয়েছিল অথবা প্রশ্নের উত্তর হিসেবে
    তিনি এ আয়াত পাঠ করেছিলেন ৷ মুলত আয়াতটি পুর্বেই নাযিল হয়েছিল ৷ কেউ কেউ অবশ্য
    বলেন যে, এ আয়াত মুলত সুরা বনী ইসরাঈলের অন্তর্ভুক্ত নয়, এটি মদীনায় অবতীর্ণ হয়েছে ৷
    তাদের এ মন্তব্যের যথার্থতা সন্দেহাডীত নয় ৷ আস্লাহ্ই ভাল জানেন ৷

    ইবন ইসহাক বলেন, আবুতালিব যখন শংকিত হয়ে পড়লেন যে, আরবের লোকজন তার
    সম্প্রদায়সহ সকলে মিলে তার উপর আক্রমণ করবে, তখন তিনি নিম্নোক্ত কবিতা আবৃত্তি
    করলেন ৷ এ কবিতায় তিনি হারাম শরীফের আশ্রয় কামনা করেছেন এবং হারাম শরীফের
    কারণে তার মর্যাদার কথা প্রকাশ করেছেন ৷ এতদসত্বেও তিনি তার সম্প্রদায়ের নেতৃবর্গসহ
    অন্যান্য সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, রাসুলুল্পাহ্ (না)-কে তিনি ওদের হাতে
    সমর্পণ করবেন না এবং কোন বিপদের মুখে তিনি তাকে ছেড়ে দিবেন না ৷ রাসুলুল্লাহ্ (না)-কে
    রক্ষার জন্যে প্রয়োজনে তিনি নিজের প্রাণ বিসর্জন দেবেন ৷ এ প্রসংগে তিনি বললেন :

    আমি যখন সম্প্রদায়ের লোকদেরকে দেখলাম যে, তাদের মধ্যে কোন দয়ামায়া নেই এবং
    আত্মীয়তা ও বন্ধুত্বের সকল মাধ্যম তারা ছিন্ন করে দিয়েছে ৷

    তারা প্রকাশে৷ আমাদের সাথে শত্রুতা পোষণ ও অত্যাচার করার ণ্ঘাষণা ৷দিয়েছে ! তারা
    দুর-দুরান্তের শত্রুপক্ষের নির্দেশ অনুসরণ করছে ৷

    আমাদের বিরুদ্ধে তারা এমন এক সম্প্রদায়ের সাথে মৈত্রী চুক্তি করেছে যারা আমাদের
    বিরুদ্ধে অপবাদ রটড়ায় এবং আমাদের অবর্ত্যা৷নে যারা আমাদের প্ৰতিহিংসায় দাতে আঙ্গুল
    কামড়ায় ৷

    ওদের জন্যে আমি নিজেকে সংযত ণ্রখেছি উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত তীক্ষ্ণধার তরবারি এবং
    সোজা সরল বর্শা থাকা সত্বেও ৷

    আমার জ্ঞাতিগােষ্ঠি ও পরিবারের লোকদেরকে আমি বায়তৃল্লাহ্ শরীফের নিকট উপ

    করেছি এবং বায়তুল্পাহ্ শরীফের দেয়ালের সাথে লাগানো গিলাফের আশ্রয় নিয়েছি ৷

    আমরা সবাই এক সঙ্গে বায়তৃল্লাহ্ শরীফের প্রধান ফটক্যে৷ সামনে দা ৷ড়িয়েছিলাম ৷ যেখানে
    এসে প্রত্যেক তীর্থযাত্রী নিজ নিজ মানত পুর্ণ করে ৷

    যেখানে আশআর গোত্রের লোকেরা তাদের সওয়ায়ী উটগুলো বসার ৷ আসাফ ও নাইলা
    প্রতিমাদ্বয়ের মধ্যবর্তী পানি প্রবাহের স্থলে ৷
    উটগুলোর বাহুদেশে কিৎবা ঘাড়ে চিহ্ন খচিত ৷ সিদ্দীস ও বড়াযিল নামক স্থানদ্বয়ের মধ্যবর্তী
    স্থানে ৷
    ওই উট পালে নর উট ওই গুলোর শ্বেতবর্ণ মাথা , ঘাড় ও গলদেশের সৌন্দর্য এবং
    চাকচিক্য দেখে তোমার মনে হবে ওই গুলো যেন ফলবান বৃক্ষশাখা ৷

    আমি মানুষের প্রতিপালক আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি এমন নিন্দুক থেকে যে মন্দ
    কথায় আমাদের তিরস্কা ৷র করে কিৎবা অন্যায় মিষ্টি কথায় আমাদেরকে উপহাস করে ৷
    আমি আরো আশ্রয় প্রার্থনা করছি এমন শত্রু থেকে, যে আমাদেরকে দােষারোপ করতে
    চেষ্টা করে এবং এমন সব ধর্মীয় বিধা ন সং যুক্ত করতে চায় যা আমরা পালন করি না ৷

    শপথ ছওর পর্বতের এবং শপথ সেই মহান সত্তার যিনি ছাবীর পর্বতকে স্বস্থানে স্থাপন
    করেছেন এবং শপথ হেরা গুহায় আরোহণকারী ও তা থেকে অবতরণকারীর ৷

    এবং শপথ বায়তুল্লাহ্ শরীফের যে বায়তৃল্লাহ্ শরীফ মক্কায় অবস্থিত ৷ আর শপথ মহান
    আল্লাহর নিশ্চয়ই মহান আল্লাহ উদা সীন নন ৷
    শপথ হাজারে আসওয়াদের যখন লোকজন সেটিকে স্পর্শ করে এবং বুকে জড়িয়ে ধরে
    সকাল-সন্ধ্যড়ায় ৷

    শপথ কঠিন পাথরে হযরত ৩ইবরাহীম (আ) এর পদচিহ্নের তার জুতে বিহীন নগ্ন পায়ের
    জন্যে যে পাথরও নম্র হয়েছিল ৷

    এবং শপথ সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ-এর স্থানের এবং সেখানে অবস্থিত ছবি ও
    প্রতিমাগুলোর ৷

    এবং শপথ বায়তুল্লাহ্ শরীফের হজ্জ পালনকারীর ৷ যে হজ্জ পালন করে সওয়ারীতে
    আরোহণ করে, যে হজ্জ পালন করে মানত পুরণের জন্যে এবং যে হজ্জ পালন করে পদব্রজে ৷

    মাশঅড়ারে আকসা তথা আরাফাত ময়দানের শপথ ৷ যখন হাজীগণ ওই ময়দানের উদ্দেশ্যে

    যাত্রা করে ৷ এবং যখন তারা সম্মুথস্থ ফাকা প্রবাহস্থল দিয়ে আরাফাত পর্বতের দিকে অগ্রসর
    হয়

    শপথ অপরাহে তাদের আরাফাত পর্বতে অবস্থানের ৷ নিজ হাতে তারা তাদের
    সওয়ারীগুলোর বুক সোজা করে দেয় ৷
    শপথ মুযদালিফায় অবস্থানের রাত্রির এবং শপথ মিন৷ ময়দানের মনযিলসমুহের ৷ ওগুলোর
    চাইতে অধিক মর্যাদাসস্পন্ন কোন মনযিল আছে কি ?
    ঘুযদালিফা ময়দানের শপথ ৷ দ্রুত ধাবমান জ্জীপাল যখন দ্রুত ৩পতিতে সেটি অতিক্রম
    করে ৷ যেমন তারা দ্রুতগতিতে পলায়ন করে বৃষ্টিপাতের সময় ৷
    শপথ জামারারে কুবরা তথা পাথর নিক্ষেপের প্রধান লক্ষ্যবন্তুর ৷ যখন হাজীগণ সেটির
    উদ্দেশ্যে উপরের দিকে উঠে ৷ সেটির মাথায় পাথর নিক্ষেপই তাদের উদ্দেশ্য থাকে ৷
    শপথ কিনদাহ্ গোত্রের, যখন বকর ইবন ওয়াইল গোত্রের হাজীগণ সন্ধ্য৷ বেলা কংক
    নিয়ে ওদের পাশ দিয়ে যায় ৷

    তারা দুই মিত্র গোত্র ৷ যে বিষয়ে তারা মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েছে ওই বিষয়ক চুক্তিকে
    তারা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং তা বাস্তবায়নে তারা প্রচণ্ড আক্রমণকারী অশ্বদল
    পাঠিয়েছে ৷

    এ লক্ষে তারা ছোট-বড় সকল তীর ও বর্শ৷ এবং দ্রুতগতিসম্পন্ন উটপাখীর ক্ষিপ্রতাকে
    কাজে লাগিয়েছে ৷

    এরপর কি আশ্রয় প্রার্থনাকারীর জন্যে কো ন আশ্রয়স্থল অবশিষ্ট থাকে? আর আল্লাহ্র ভয়
    পােষণকারী ন্যায়পরায়ণ কোন আশ্রয়দা ৷ত৷ পাওয়া যায় কি ?

    আমাদের ব্যাপারে শত্রুতামুলক কার্যক্রম অনুসরণ করা হয় আর আমাদের জন্যে তুর্ক ও
    কাবুলে পথ বন্ধ করে দেয়া হয়
    বড়ায়তৃল্পাহ্ শরীফের কসম, আমরা মক্কা ছেড়ে অন্যত্র চলে যাব তোমাদের এ ধারণা মিথ্যা
    স্মরণ রেখো , তোমাদের কাজকর্মের পরিণাম হবে অত্যন্ত দুঃখজনক ৷

    ৰায়তৃল্পাহ্ শরীফের কসম, তোমাদের ধারণা নিশ্চিতভাবে মিথ্যা ৷ আমরা কখনো মুহাম্মদ
    (না)-কে ফেলে দেব না, তোমাদের হাতে তুলে দেব না ৷ বরং তার পাশে থেকে আমরা
    তোমাদের প্ৰতি তীর ও বর্শা নিক্ষেপ করব ৷

    আমরা তাকে রক্ষা করব এবং নিরাপদ রাখব ৷ প্রয়োজনে র্তার চারিপাশে অবস্থান করে
    আমরা নিজেরা শত্রুর আঘাতে জর্জরিত হয় এবং আমাদের ত্রী-পুত্রের কথা ভুলে যাব ৷

    শেষ পর্যন্ত লৌহ নির্মিত অস্ত্র নিয়ে একটি সম্প্রদায় তোমাদের ঘুকাবিলার জন্যে আসর
    হবে ৷ যেমন কুপের সর্বশেষ অবশিষ্ট পানি বহনকরী অশ্বদল অগ্রসর হয় ৷

    অবশেষে আমরা দেখব আমাদের প্রতিহিংসা পােষণকারী ব্যক্তিকে শরাঘাতে জর্জরিত হয়ে
    সে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে ৷ নুইয়ে থাকা অস্ত্র বহনকারী যেমন মুখ থুবড়ে পড়ে যায় ৷

    আল্লাহ্র কসম, আমি যা দেখতে পাচ্ছি তা যদি সত্য হয়, তবে আমাদের তরবারি মিলিত
    হবে নিরস্ত্র লোকদের সাথে ৷ অর্থাৎ আমাদের তরবারির ভয়ে শত্রুপক্ষ নিরস্ত্র হয়ে পড়বে ৷

    তরবারি থাকবে একজন নওজােয়ানের হাতে ৷ সে অগ্নিক্ষুলিঙ্গের ন্যায় ৷ নেতৃত্ব প্রদানকারী,
    আস্থাভাজন, সত্যের প্রহরী এবং বীর ও সাহসী ৷

    এভাবে আমাদের জন্যে আসবে মাস দিন ও সষ্ম৷ ৷নিত বছর এবং আসবে বছরের পর বছর ৷

    নিজ সম্প্রদায়ের লোকেরা বর্জন করেছে তাতে কি আসে-যায় : আমাদের ওই যুবক তো

    যােগ্যতম নেতা, যে সাহসী প্রতিপক্ষের বিরুদ্ধে অনড় প্রাচীর ও প্রতিরোধ সৃষ্টি করে ৷ সে
    আশালীনও নয়, আর নিজের কাজ অন্যের হাতে তুলে দেয় এবং সে অক্ষমও নয় ৷

    সে জ্যোতির্ময়, তার ঘুখমওলের উসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয় ৷ সে ইয়াতীমদের আশ্রয়স্থল
    এবং বিধবাদেব র্ক্ষক ৷

    হাশিমী বং শের দীন দুঃ খী লোকেরা তার নিকট আশ্রয় নেয় ৷৩ তার নিকট গিয়ে দয়া ও
    অনুগ্রহ লাভ করে ৷
    আমার জীবনের কসম, আসয়াদ ও বিকর এ দু’গােত্র আমাদের প্ৰতি হিংসা বিদ্বেষ চরিতার্থ
    করার পথে ণ্নমেছে ৷ তারা আমাদেরকে দলে-উপদলে বিভক্ত করেছে ভক্ষণকারীর জন্য ৷

    উছমান এবং কুনফুয গোত্র আমাদের প্রতি অনিষ্ট সাধন থেকে বিরত থাকেনি ৷ বরং তারাও
    উপরোল্লিখিত গোত্রগুলোর অনুসরণ করেছে ৷

    তারা উবাই এবং আবদ ইয়াপুছের পুত্রের আনুগত্য করেছে ৷ আমাদের ব্যাপারে কোন
    বক্তব্য প্রদানকারীর বক্তব্যকে তারা গুরুত্ব দেয়নি ৷

    যেমনটি আমরা অসৎ আচরণের সম্মুখীন হয়েছি সুবায় এবং নাওফিল গোত্রের পক্ষ থেকে ৷
    তারা সকলেই মুখ ফিরিয়ে চলে গিয়েছে ৷ কেউই আমাদের সাথে তাল আচরণ করেনি ৷

    তারা যদি দুঃখ-দৃর্দণার সম্মুখীন হয় অথবা আল্লাহ্ তাআলা আমাদেরকে তাদের উপর
    বিজয় দেন, তবে আমরা তাদেরকে কড়ায় গণ্ডায় প্রতিদান দেবাে ৷

    ওই যে আবু আমর, আমাদের প্রতি হিং সা বিদ্বেষ ছাড়া যে অন্য কিছু জানে না ৷ সে চায়
    আমাদেরকে এখান থেকে তা ৷ড়িয়ে বকরীপা ৷লক ও উটপালকদের মধ্যে পা ৷ঠিয়ে দিতে ৷

    আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনায় সে সকাল-সন্ধ্য৷ ক ৷নড়াঘুষ৷ করে ৷ হে আবু আমরা তুমি
    গোপন আলোচনা চালিয়ে যাও এবং ষড়যন্ত্র পাকাতে থাক ৷

    আল্লাহ্ তা জানা আমাদেরকে এমন কিছু দান করবেন যা আমাদেরকে ঢেকে ফেলবে ৷ হা
    তুমি তা প্রকাশ্যে দেখতে পাবে ৷ সেটি গোপন থাকবে না ৷

    আমাদের প্ৰতি৩ার বিদ্বেষের ফলশ্রুতিতে আখশাব ও মুজাদিল পাহাড়ের মধ্যবর্তী সকল
    টিলা তার জন্যে সংকীর্ণ ও সংবল্টপন্ন হয়ে উঠেছে ৷

    আবু ওয়ালিদকে জিজ্ঞেস করি, আমাদের প্রতি তোমার ঘৃণা তৎপরতা ও প্রতারকের ন্যায়
    আচরণ দ্বারা তুমি আমাদের কতটুকু ক্ষতি করতে পেরেছ ?

    তুমি আমাদের মধ্যে এমন একজন লোক ছিলে যে আপন বিবেক বিবেচনা অনুসরণ করে
    বংদয়া দা ৷ক্ষিণ্য সহ জীবন যাপন করতে ৷ তুমি ণ্ডে ৷ ইতোপুর্বে মুর্থ ছিলে না ৷

    এরপর হে উতবা ৷ আমাদের ব্যাপারে তুমি কোন শত্রু , হিংসুক, বিদ্বেষ পােষণকারী ও দুষ্ট
    লোকের কথা শ্রবণ করো না?

    আবু সুফিয়ান আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছে ৷ যেমন চলে যায় বড় বড়
    রাজড়া-বাদশাহদের কেউ কেউ ৷
    যে চলে যায় নাজ্বদ অঞ্চলে এবং তার শীতল পানির দেশে ৷ সে আসে যে, তোমাদের
    ব্যাপারে আমি নির্লিপ্ত নই ৷
    প্রু১ ৷ এ
    কল্যাণকামী মানুষের কর্মের ন্যায় সে আমাদেরকে জানায় যে, যে আমাদের প্ৰতি
    সহানুভুতিশীল ৷ আর তা ড়ার অন্তর্নিহিত শক্রতা সে লুকিয়ে রাখে ৷

    হে মুতঈম, আমাদের বিজয়ের দািন আমি তোমাকে অপমানিত করব না ৷ বিপদাপদ ও
    গুরুত্বপুর্ণ কর্মকাণ্ডের দিলেও নয় ৷
    তর্কপটু প্রচণ্ড ঝগড়া টে তাবিকি প্রতিপক্ষ যেদিন তোমার সাথে তর্ক করার জন্যে উপস্থিত
    হবে, সেদিনও আমি তোমাকে অপদন্থ করবো না ৷
    হে মুতঈম, সম্প্রদায়ের লোকেরা তোমাকে চারিদিকে চিহ্নিত করে আক্রমণের অক্ষ্যস্থল
    বানিয়েছে ৷ তবে আমি যখন কারো দায়িতৃপ্রাপ্ত হই, তখন তাকে ধ্বংস হতে দিই না ৷

    আল্লাহ্ তা জানা আবৃদ শামস ও নাওফিলের বংশধরদেরকে আমাদের প্রতিশোধরুপে কঠিন
    শাস্তি দান করুন এবং তা যেন৩ তিনি দেন শীঘ্রই বিলন্বে নয় ৷

    মহান আল্লাহ্ যেন তাদেরকে শাস্তি দেন ন্যায়বিচারের সে নিক্তিতে যেপে যেপে, যাতে
    এক তিল কম না হয় ৷ তিনি নিজেই তো ওদের অপকর্মের সাক্ষী এবং তিনি শাস্তি দানে অক্ষম
    নন ৷

    সে সম্প্রদায়ের লোকদের জ্ঞা ৷নবুদ্ধি মুর্থতায় পর্যবসিত হয়েছে, যারা বনু থাল্ফ গােত্রকে
    আমাদের সমকক্ষ ও মর্যাদাবান বলে গ্রহণ করেছে ৷
    অথচ হাশিমী বং শের মধ্যে এবং কুসাই এর বংশধরদের মধ্যে প্রথম সারির গুরুত্বপুর্ণ
    কা ৷জকর্ম সম্পাদন ও বড় বড় সমস্যা সমাধানে আমরাই দৃঢ়চিত্ত ও অগ্রণী ৷
    বনু সাহম ও বনু মাখবুম গোত্র আমাদের উপর বাপিয়ে পড়েছে এবং আমাদের উপর
    আক্রমণের জন্যে সকল বদমাশ ও তৃচ্ছ লোকদেরকে আহবান জানিয়েছে ৷

    আর হে আবৃদ মানাফ গোত্র তোমরা সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় ৷ তোমাদের কর্মকাণ্ডে আ ৷ভিজাত্যের
    কোন মিথ্যা দাবীদারকে তোমরা অংশীদার করে৷ না ৷

    ক্তেশ্রো
    আমার জীবনের কসম, তোমরা দুর্বল ও অক্ষম হয়ে পড়েছ ৷ তোমরা এমন একটি কর্মসুচী
    নিয়ে এসেছ, যা বিচার-মীমাংসার জন্যে বিভ্রাস্তিকর ৷

    াৰুাৰুৰুক্ট্র ট্রুপ্রুট্রুদ্ব৷ টু
    সম্মান ও মর্যাদার সমষ্টিরুপে এক সময় তোমরা আলোচনার কেন্দ্রবিন্দু ছিলে ৷ পক্ষান্তরে
    এখন তোমরা বড় বড় পাতিল ও পাত্রের ইন্ধনে পরিণত হয়েছ ৷

    আমাদের প্রতি অবাধ্য৩ ৷ প্রদর্শন, আমাদেরকে অপমানিত করা এবং বিপদের মুখে
    আমাদেরকে পরিত্যাগ করার ফলশ্রুতিতে আবৃদ মানাফের গোত্র ল ৷ঞ্ছিত হোক ৷

    পৃষ্ঠা ১১১ঠিক করুন

    ০ ) ণ্ ণ্ ;

    আমরা যদি দলবদ্ধ ও বহুজনের সমষ্টি হতে পারতাম, তোমরা যা করেছ তার সবগুলোই
    ঝেড়ে-মৃছে নিশ্চিহ্ন করে দিতাম ৷ আর আমাদের আনীত বিষয়ের অনুসরণ করে তোমরা
    সংরক্ষিত দুধেল ট্ষ্টীব দুধ দোহন করতে ৷

    লুওয ই ইবন গ্লালিব গোত্রে বহু মাধ্যম ছিল ৷ সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিরা ওগুলো
    আমাদের দিকে ঠেলে দিয়েছেন ৷

    নুফায়ল গোত্রের লোকজন তো এমন যে, জুডো পারে ও নগ্নপায়ে পৃথিবীতে যত
    বিচরণকারী আছে সবার মধ্যে ওরা মন্দতর ও নিকৃষ্টতম ৷
    কুসাইর গোত্রকে সংবাদ দাও যে, অচিরেই আমাদের ব্যাপারটি বিস্তার লাভ করবে ৷
    কুসাইর গােত্রকে আরো জানিয়ে দাও যে, আমাদের এ অবস্থার পর তাদের লাঞ্চুনার যুগ শুরু
    হবে ৷

    আমি যদি রাতের বেলা কুসাই এর নিকট যাই আর কুসা ইির গোত্রের আশ্রয় ব্যতীত অন্য
    কোন স্থানে আশ্রয় নিই, তবে তা অত্যন্ত গুরুতর ব্যাপার বলে গণ্য হবে ৷

    তারা যদি নিজেদের গৃহ ও পরিবারের মধ্যে আমাদের সঠিক পরিচয় বর্ণনা করে, তবে
    সম্ভানবর্তী মাতাদের নিকট আমরা সহানুভুতির পাত্র বলে বিবেচিত হয় ৷

    আমাদের সকল বন্ধু এবং ভাগ্নেদের ব্যাপারে যখন আমরা হিসেব কবি এবং পর্যালোচনা
    করি, তখন দেখতে পইি যে, তারা আমাদের প্রতি নির্যাতনকারী ৷ মোটেও অনুগ্রহশীল ও দয়ালু
    নয় ৷

    ১ এই লাইন এবং এর পুর্বের লাইন এ দুটো লাইন আসলায়ন গ্রন্থে নেই ৷ সীরাতে ইবন হিশাম থেকে আমরা
    এ দুটো লাইন এসেছি ৷
    বাচ্চাওয়ালা মহিলা ৷

    তবে কিলাব ইবন মুর্রা গোত্রের কিছু লোক ব্যতিক্রম বটে ৷ আমাদের প্রতি লাঞ্চুনাদায়ক
    অবাধ্যতা ও অসদাচরণ থেকে তারা মুক্ত ও পবিত্র ৷

    তাদের জন্যে সাদর-সম্ভাষণ ৷ তাদের দলটি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সীমালৎঘন-
    কারী ও মুর্থ লোকদেরকে আমাদের থেকে দুরে সরিয়ে দিয়েছে ৷
    ওদের আওতায় মধ্যে আমাদের পানি পানের কুপ ছিল ৷ আর পালিব গোত্রের মধ্যে আমরা
    ছিলাম নেতৃস্থানীয় ও প্রভাবশালী ৷

    ওরা উল্লিখিত গোত্রদ্বয় এবং হাশিম বং শীয় স্দ্রাম্ভ গোত্রের একদল তারুণ্যে উদ্দীপ্ত

    সুগন্ধিতে হাত রেখে শপথকারী যুবক ৷ যেমন রেত পরিচালনাকড়ারী কর্মকারদের সম্মুখে ভীক্ষ্ণ
    দেদীপ্যমান তলোয়াররাশি ৷

    তারা কোন হিৎসা-বিদ্বেষ পোষণ করেনি, কোন প্রকারের খুন-খারাবি করেনি এবং অসত্
    গোত্রগুলাের সাথে মৈত্রী বন্ধন স্থাপন করেনি ৷

    ওরা এমন এক গোত্র, তুমি প্রহরীর ভুমিকা য় ওদের যুবকদেরকে দেখবে তারা যেন৩ তিলের
    উপরের কালো আবরণ ৷

    তারা সিনদাকী ও প্রেমময়ী এক ক্রীতদা সীর বংশধর ৷ আর কায়স ইবন আকিলের ক্রীতদাস
    জুমাহের বংশধর ৷
    পক্ষান্তরে আমরা নেতৃত্ব প্রদানকারী সন্তান্ত লোকদের বংশধর ৷ যুদ্ধ-বিগ্রহের সময় আমাদের
    সাহসী পুর্বপুরুষদের নামের মধ্যে থাকত শত্রুপক্ষের মৃত্যু-সৎবাদ ৷

    সত্যিই সম্প্রদায়ের ভাপ্লে গোত্র যুহায়র গোত্র খুব ভাল গোত্র ৷ ত রা সাহসী ও যোদ্ধা বটে
    জ্যি অন্যায় আক্রমণের দায় থেকে পবিত্র ও মুক্ত ৷

    নির্ভেজা ৷ল ও থী টি সুগ ৷ন্ধি থেকেও তারা অধিক৩ র ঘ্রাণময় ৷ এমন একটি বা শের সাথে তারা
    যুক্ত সম্মান ও মর্যাদার পরিবেশে যেটি উৎকৃষ্ট ৷

    আমার জীবনের কসম, আহমদ ও তার আত্মীয় স্বজনকে রক্ষা করতে গিয়ে আমি বহু কষ্ট
    সহ্য করেছি ৷ আ ৷ত্মীয়ত৷ রক্ষাক৷ ৷রী প্রিয় ব্যক্তির নীতি আমি অনুসরণ করেছি ৷

    মান মর্যাদা ৷র প্রতিযোগিতায় বিচা ৷রকের নিকট তার মত ৩মর্যাদাবান কে-ইব৷ আছে ?
    সে ধৈর্যণীল, সত্যানুসা ৷রী, ন্যায়পরায়ণ ৷ সে লক্ষ্যহীনও বিভ্রা ৷ম্ভ নয় ৷ এমন এক মা বুদের
    সাথে তার সম্পর্ক যিনি তার ব্যাপারে গাফিল নন ৷

    সে দা ৷,নশীল পরিশ্রমী, নিজে সন্তান্ত ও অভিজা ৷৩ ব্যক্তির পুত্র ৷ তার রয়েছে আভিজাত্যের
    সুদৃঢ় উত্তরাধিকার ৷ যা নড়বড়ে ও অপসৃয়মান নয় ৷

    সকল মানুষের প্রভু মহান আল্লাহ্ স্বীয় সাহায্য দ্বারা তার শক্তি জুগিয়েছেন ৷ সে প্রচার
    করেছে এমন একটি দীন ধর্ম যার সত্যতা অবিনশ্বর ৷

    আল্লাহ্র কসম, আমরা ধর্মান্তরিত ৩হলে মাহফিলে-মজলিসে আমাদের পুর্বপুরুষদের প্রতি
    গাল-মন্দ বর্ষণের আশংকা না থাকলে-
    আমরা নিশ্চয় যুগ ও জীবনের সকল পর্যায়ে তার পরিপুর্ণ অনুসরণ করতাম ৷ এটি আমার
    পাকা কথা ৷ হাসি-ঠাট্টা নয় ৷

    ওরা সকলে এটা নিশ্চিত জানে যে, আমাদের এই সন্তান আমাদের বিবেচনায় মোটেই
    মিথ্যাবাদী নয় এবং সে কোন অসং নেতার কথাকে পরোয়া করে না ৷

    ফলে, আহমদ আমাদের মধ্যে সকলের লক্ষ্যবন্তুতে পরিণত হয়েছে ৷ তার মর্যাদা এত বৃদ্ধি
    পেয়েছে যে , সুদীর্ঘ বর্ণনা তার বিবরণ দিতে অক্ষম হয়ে পড়ে ৷

    আমি নিজেকে দিয়ে তার চারিদিকে রক্ষা ব্যুহ তৈরী করেছি এবং তাকে নিরাপদ বুরবুখছি ৷
    আমার চোখের পানি এবং বক্ষ পেতে দিয়ে তার প্রতি আগত আক্রমণ আমি প্রতিহত করেছি ৷

    ইবন হিশাম বলেন, কাসীদার এই অংশটি বিশুদ্ধ সুত্রে আমার নিকট পৌছেছে ৷ কতক
    বিতা বিশেষজ্ঞ এ কাসীদার অধিকাৎশ বিশুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন ৷

    আমি বলি এটি একটি সুদীর্ঘ, উচ্চাদের ও প্রাঞ্জল কবি৩া ৷ যবুক এর রচয়িতা ববুল প্রকাশ
    করা হয়েছে৩ তিনি ব্যতীত অন্য কারো পক্ষে এমন কবিতা রচনা করা সন্তবও নয় ৷ এটি সাবআ
    মুআল্লাকাত অপেক্ষা অধিকতর উন্নত এবং তার ও বিষয়ের উৎকর্যতার দিক থেকে ওই
    সবগুলো থেকে উত্তম ৷ উমাবী আরো কিছু অতিরিক্ত চরণ সআংাজন কবুর কাসীদাটি তার
    মাগাযী গ্রন্থে উল্লেখ করেছেন ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷

    পরিবুচ্ছদ

    ইবন ইসহাক বলেন, এরপর তারা ইসলাম গ্রহণকারী রাসুলুল্লাহ্ (না)-এর অনুসারী
    সাহাবীগণের উপর নির্যাতন শুরু কবুর ৷ প্রত্যেক গোত্রের লোকজন তাদের নিজ নিজ গোত্রের
    মুসলমানদের উপর বাপিয়ে পড়ে ৷ ইসলাম তব্রাবুগ বাধ্য করার জন্যে তারা দুর্বল
    মুসলমানদেরকে বন্দী কবুর রাখা, ক্ষুধা-৩ তষ্ণায় কষ্ট দেয়া, প্রহার করা এবং প্রখর রৌদ্রে উত্তপ্ত
    মরুভুমিবুত পাথর চাপা দেয়াসহ নানা প্রকারের নির্যাতন চালাতে থাকে ৷ সীমাহীন নির্যাতনের
    মুখে কেউ কেউ বাহ্যিক ভাবে ইসলাম ত্যাগের কথা উচ্চারণ করেন ৷ আবার শত নির্যাতনের
    মুখেও কেউ কেউ ইসলাম ধর্মে অবিচল থাকেন এবং অ আল্লাহ্ তা আলা তাদেরকে মুশরিকদের
    হাত থেকে রক্ষা করেন ৷
    হযরত আবু বকর (রা) এর ক্রীতদাস হযরত বিলাল (রা) ছিলেন তখন বনু জুমাহ্
    গোত্রের ক্রীতদাস ৷ জন্মগ৩ ভাবে তিনি ওদের ক্রী৩ দাস ছিলেন ৷ তার পুরো নাম বিলাল
    ইবন রড়াবাহ ৷ মায়ের নাম হামামা ৷ তিনি ছিলেন একজন পুণ্যাত্মা র্খাটি মুসলমান ৷ তার
    মালিক ক ফির উমাইয়া ইবন খাল্ফ প্রচণ্ড রৌদ্রতাপদগ্ধ দুপুবুরতাতবুক মাঠে নিয়ে যেত ৷
    ৩ারপর তাবুক চিৎ করে শুইবুয় বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দেয়ার নির্দেশ দিত ৷
    তার নিবুর্দশানৃসারে হযরত বিলাল (রা)-এর বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দেয়া হত ৷
    এরপর পাষণ্ড উমাইয়া বলত, আল্লাহ্র কসম, যতক্ষণ তুই মুহাম্মাদকে ছেড়ে দিয়ে লাভ ও
    উবযার উপাসনা না করবি কিৎবা যতক্ষণ বুতার মৃত্যু না হবুব ততক্ষণ তুই এভাবেই
    থাকবি ৷ কিন্তু এ অবস্থায়ও হযরত বিলাল (রা) অবিরত বলবুত থাকবুতন, আহাদ, আহাদ
    আল্লাহ্ এক ! আল্লাহ এক ! !
    ইবন ইসহাক বলেন, হিশাম ইবন উরওয়া তার পিতার বরাবুত আমাকে ববুলবুছন
    যে, হযরত বিলাল (রা) এভাবে নির্যাতিত হচ্ছিলেন আর আহাদ আহাদ’ বলে ঘোষণা
    দিচ্ছিলেন ৷ এ অবস্থায় ওয়ারাকা ইবন নাওফিল তার পাশ দিয়ে যাচ্ছিবুলন ৷ তিনি বললেন,
    হয়ে আল্লাহ্ এ যে বিলাল ৷ এরপর তিনি উমাইয়া ইবন খাল্ফ এবং জুমাহ গোত্রের যারা
    এ নৃশংস অত্যাচারে জড়িত ছিল তাদের নিকট গেলেন এবং বললেন আমি আল্লাহর
    কসম করে বলছি, তোমরা যদি তাকে এভাবে হত্যা কর, তবে আমি তাকে একজন
    দরবেশরুপে গণ্য করবো ৷ ,

    আমি বলি, কেউ কেউ এ বর্ণনাটিকে মর্মপত দিক থেকে বাস্তবতাবর্জিত বলে গণ্য করেন ৷
    কারণ, রাসুলুল্লাহ্ (না)-এর ওহীপ্রাপ্তির পরপর ওহী বিরতির মেয়াদকালে ওয়ারাকা ইবন
    নাওফিলের মৃত্যু হয় ৷ আর প্রথম যুগে যারা ইসলামগ্রহণ করেছেন তাদের ইসলামগ্রহণ ছিল
    ওহী বিরতির মেয়াদশেষে ’ট্র,াং৷ ৷ ঠুট্রু১ নাযিল হওয়ার পর ৷ তাহলে হযরত বিলালের
    অত্যাচারিত হওয়ার প্রাক্কালে ওয়ারাকা তার পাশ দিয়ে যেতে পারেন কী করে ? সুতরাং এ
    বর্ণনার গ্রহণযোগ্যতা সন্দেহাভীত নয় ৷

    ইবন ইসহাক উল্লেখ করেছেন যে, হযরত বিলাংলর নির্যাতিত হাওয়ার সময় হযরত আবু
    বকর (রা) ওদিক দিয়ে যাচ্ছিলেন ৷ এরপর একটি কৃষ্ণাঙ্গ ক্রীতদাসের বিনিময়ে তিনি উমইিয়া
    ইবন খালফ থেকে তাকে কিনে নিয়ে মুক্ত করে এই কঠোর নির্যাতন থেকে রেহাই দেন ৷ হযরত
    আবু বকর (রা) ইসলাম গ্রহণকারী যাদেরকে ক্রয় করে নিয়েছিলেন সে সকল ক্রীতদাস ও
    ক্রীতদাসীর সংখ্যা অনেক ৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত রিলাল (বা) , আমির ইবন
    ফুহায়রা (রা) উম্মু উমায়স১ (রা) , তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল ৷ পরে আল্লাহ্ তার দৃষ্টিশক্তি
    ফিরিয়ে দিয়েছিলেন ৷ নাহদিয়্যা (রা) ও তার কন্যা ৷ তাদেরকে বনু আবদুদ্দার গোত্র থেকে
    তিনি ক্রয় করেছিলেন ৷ র্তাদের মহিলা মালিক তাদেরকে পাঠিয়েছিল গম ভাঙ্গার জন্যে ৷ হযরত
    আবু বকর (রা) শুনছিলেন যে, তাদের মালিক বলছিল আল্লাহর কসম , আমি কখনো তোমাদের
    দু’জনকে যুক্তি দেবাে না ৷ তখন হযরত আবু বকর (রা) বললেন, হে অমুকের মা ! তুমি তোমার
    শপথ ভেঙে ফেল ৷ সে বলল, আপনি বরং তার ব্যবস্থা করুন ৷ আপনি তো ওদেরকে পথভ্রষ্ট
    করে দিয়েছেন ৷ আপনি গিয়ে ওদেরকে যুক্ত করুন ৷ তিনি বললেন, কত মুল্যে তুমি ওদেরকে
    আমার নিকট হস্তান্তর করবে ? সে বলল, এত এত মুল্যে ৷ হযরত আবু বকর (রা) বললেন,
    আমি ওদেরকে গ্রহণ করলাম ৷

    এখন ওরা দু’জন মুক্ত ৷ তোমরা যাও, ওর গম ওকে ফিরিয়ে দাও ৷ র্তারা বললেন, হে আবু
    বকর (রা) ৷ পেষার কাজ শেষ করে আমরা তা ফিরিয়ে দেবাে ? তিনি বললেন, এটা তোমাদের
    ইচ্ছা ৷

    হযরত আবু বকর (রা) বনু মুআম্মাল গোত্রের একটি ক্রীতদাসী ক্রয় করেছিলেন ৷ বনু
    মুআম্মাল গোত্র হল বনু আদী ৫গাংত্রর একটি শাখা গোত্র ৷ ইসলামগ্রহণের কারণে উমর যাকে
    প্ৰহার করতেন ৷

    ইবন ইসহাক বলেন, মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আবু আতিক বর্ণনা করেছেন আমির
    ইবন আবদুল্লাহ্ ইবন যুবায়র থেকে ৷ তার পরিবারের জনৈক লোকের উদ্ধৃতি দিয়ে তিনি

    ১ আসলায়ন গ্রন্থে রয়েছে উম্মু উমায়স ৷ বিশুদ্ধ অভিমত এই যে, র্ষার দৃষ্টিশক্তি ল্যেপ পেয়েছিল তিনি হলেন
    যিমনিরাহ ৷ হতে পারে যে, অনুলেখকের লেখার সময় ওই নামটি ছুটে যায় ৷ কারণ, ইবন হিশাম ওই
    নামটি উম্মু উমায়সের পর উল্লেখ করেছেন ৷

    বলেন, আবু কুহাফা তদীয় পুত্র আবু বকরকে বলেছিলেন, হে বৎস ৷ আমি তো তোমাকে
    দেখছি যে, তুমি শুধু দুর্বল দাসদাসীগুলাে মুক্ত করছ ৷ ক্রীতদাস মুক্ত করতে গিয়ে তুমি যদি
    াস্থ্যবান ও শক্তিশালী লোক মুক্ত করতে, তবে তারা তোমাকে রক্ষা করতে পারত এবং
    তােমার পাশে দীড়াত ৷ তখন আবু বকর (রা) বলেছিলেন, পিতা ! আমার এ কাজের পেছনে
    একটি মহৎ উদ্দেশ্য রয়েছে ৷ বর্গনাকাবী বলেন, এরপর একথা সর্বত্র আলোচিত হয়েছে যে,
    হযরত আ বুবকর (রা) ও তার পিতার কথােপকথন উপলক্ষে নিম্নোক্ত আয়াত গুলো নাযিল হয়ষ্ :

    সুতরাং কেউ দান করলে, ঘুত্তাকী হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্যে
    সুগম করে দিব সহজ পথ ৷ এবং কেউ কার্পণ্য করলে ও নিজেকোয়ষ্ সম্পুর্ণ মনে করলে আর
    যা উত্তম তা বত্তনি করলে তার জন্যে আমি সুগম করে দিব কঠোর পরিণামের প থ ৷ এবং তার
    সম্পদ তার কোন কাজে আসবে না যখন সে ধ্বং স হবে ৷ আমার কাজ তো কেবল প থ-নির্দেণ
    করা ৷ আমি তো মালিক পরলোকের ও ইহলােকের ৷ আমি তােমাদেরকে লেলিহান অগ্নি
    সম্পর্কে সতর্ক করে দিয়েছি ৷ তাতে প্রবেশ করবে সে যে নিতান্ত হতভাগ্য ৷ যে আীকার করে
    এবং মুখ ফিরিয়ে নেয় ৷ আর সেটি থেকে বহুদুরে রাখা হবে পরম ঘুত্তাকীকে যোীয় সম্পদ
    দান করে আত্মশুদ্ধির জন্যে এবং তার প্রতি কারো অন্যুারুহর প্রতিদানে নয় ৷ কেবল তার মহান
    প্ৰতিপালকের সভৃষ্টির প্ৰত্যাশায় ৷ সে৫ তো অচিরেই সন্তোষ লাভ করবে (৯২৪ ৫ ২১) ৷

    ইতোপুর্বে উল্লেখ করা হয়েছে যে, ইমাম আহমদ (র) ও ইবন মাজা (র) আসিম ইবন
    বাহদালা ইবন মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, সর্বপ্রথম ইসলাম
    গ্রহণের কথা প্রকাশ করেছেন সাতজন ৷ রাসুলুরাহ্ (না)-আবু বকর (রা), আষ্মার (রা),
    আম্মারের মা সুমাইয়া (রা), সুহায়ব (রা), বিলাল (বা) এবং মিকদাদ (রা) ৷ তাদের মধ্যে
    রাসুলুল্লাহ্ (না)-কে তার চাচার মাধ্যমে আল্লাহ্ তাআলা হিফাযত করেছেন ৷াীয় সম্প্রদায়ের
    মাধ্যমে তিনি আবু বকর (রা)-কে রক্ষা করেছেন ৷ অবশিষ্ট সকলকে মুশরিকরা ধরে নিয়ে যায়
    এবং লোহার বম পরিয়ে প্রখর রৌদ্রে ফেলে রাখে ৷ ফলে, হযরত বিলাল (রা) ব্যতীত
    অন্যান্যরা বাহ্যত মুশরিকদের নির্দেশ মেনে নেন ৷ হযরত বিলাল (বা) এমন ছিলেন যে,
    আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজের জীবনকে তিনি তুচ্ছ জ্ঞান করতেন এবং নিজের সম্প্রদায়ের
    নিকটও তিনি তমন গুরুতুপুর্ণ বিবেচিত হতেন না ৷ ত ই তা বা তাকে ধরে নিয়ে যায় এবং
    ছোট ছোট ছেলেমেয়েদের হাতে তুলে দেয় ৷ গলায় রশি বোধ তারা তাকে মক্কার পথে পথে
    ঘুরাতে থা কে ৷ হযরত বিলাল শুধু বলছিলেন, আহাদ’ আহাদ’ ৷
    সৃফিয়ান ছাওরী (র) উক্ত হাদীছ মানসুর সুত্রে তিনি মুজাহিদ থেকে মুরসাল রুপে বর্ণনা
    করেছেন ৷

    ইবন ইসহাক বলেন, বনু মাথযুম গোত্রের লোকেরা আম্মার ইবন ইয়াসির, তার পিতা এবং
    মাতাকে খোলা প্রাম্ভরে নিয়ে যেত ৷ তাদের গোটা পরিবার ইসলামে দীক্ষিত হয়েছিল ৷ ওরা

    ভরদুপুরে প্রচণ্ড তাপদগ্ধ মরুভুমিতে ফেলে রেখে তাদেরকে নির্যাতন করত ৷ রাসুলুল্লাহ্ (সা)
    তাদের নিকট যেতেন এবং বলতেন “হে ইয়াসির পরিবার ! ধৈর্য ধারণ কর ৷ তোমাদের জন্যে
    জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে ৷”

    বায়হড়াকী (র) হযরত জাবির (রা) থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ্ (সা) আম্মড়ার ও
    তার পরিবারের লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন ৷ তখন তাদের প্রতি অত্যাচার ও নির্যাতন
    চালানো হচ্ছিল ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন হে আমার ও ইয়াসিরের পরিবার ৷ তোমরা সুসংবাদ
    গ্রহণ কর , তোমাদের প্রতিশ্রুত স্থান হল জান্নাত ৷ আম্মারের মাকে তারা প্রড়াণে মেরে ফেলেছিল ৷
    শেষ মুহ্রর্ত পর্যন্ত তিনি ইসলাম ব্যতীত অন্য সব কিছু প্রত্যাখ্যান করেছিলেন ৷ তিনিই ছিলেন

    ইসলামের প্রথম শহীদ১ ৷

    ইমাম আহমদ মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, ইসলামে প্রথম
    শহীদ হলেন অড়াম্মারের মাতা সুমাইয়া ৷ আবু জাহ্ল একটি বলুম দিয়ে তীর বক্ষে আঘাত করে
    এবং তাতে তার মৃত্যু হয় ৷ এটি মুরসাল বর্ণনা ৷

    মুহাম্মদ ইবন ইসহাক বলেন, পাপিষ্ঠ আবু জাহ্ল ছিল অন্যতম প্রধান ব্যক্তি, যে কুরায়শ
    ৎশীয় লোকজন নিয়ে মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালাত ৷ কোন মর্যাদাবান ও
    আত্মরক্ষায় সক্ষম স্ম্ভান্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এই সংবাদ পাওয়ার পর সে দ্রুত তার
    নিকট গিয়ে উপস্থিত হত এবং তাকে অপমান ও লাঞ্ছিত করত এবং বলত তুমি তোমার
    পিতৃধর্য ত্যাগ করেছ ৷ অথচ তোমার পিতা তোমার চেয়ে অনেক ভাল লোক ছিলেন ৷ তোমার
    জ্ঞানকে আমরা অবশ্যই অজ্ঞতা ও মুর্থতারুপে চিহ্নিত করব ৷ তোমার মতামতকে আমরা
    অবশ্যই ভ্রান্ত আখ্যায়িত করব ৷

    ইসলাম গ্রহণকারী ব্যক্তি ব্যবসায়ী হলে সে বলত , আল্লাহর কসম,তোমার ব্যবসাকে আমরা
    অবশ্যই ক্ষতিগ্রস্ত করে দিব এবং তোমার ধন-সম্পদ ধ্বংস করে দেব ৷ ইসলাম গ্রহণকারী ব্যক্তি
    দুর্বল হলে সে তাকে প্রহার করত এবং তার উপর জুলুম-অত্যাচার চালাত ৷ আল্লাহ তাআলা
    আবু জাহ্লের উপর লানত বর্ষণ করুন ৷

    ইবন ইসহাক বলেন, হাকীম ইবন জুবায়র বর্ণনা করেছেন, সাঈদ ইব ন জুবায়র সুত্রে তিনি
    বলেন, আমি আবদৃল্লাহ্ ইবন আব্বাস (রা)-কে জিজ্ঞেস করেছিলাম যে, মুশরিকরা কি
    সাহাবীগণের উপর এমন জঘন্য নির্যাতন চালাত যাতে তীরা ধর্মত্যাগে বাধ্য হওয়ার পর্যায়ে
    চলে যেতেন এবং যে অবস্থায় ইসলাম-ত্যাগ গ্রহণযোগ্য ওযররুপে বিবেচিত হত ? উত্তরে তিনি
    বললেন, ইক্রা তইি হত ৷ আল্লাহর কসম, মুশরিকরা এক-একজন সাহাবীকে প্রহার করত,
    উপোস রাথত এবং তৃষ্ণার্ত করে রাখত-যাতে করে সংশ্লিষ্ট সাহাবী দুর্বল হতে হতে এমন
    পর্যায়ে পৌছে যেতেন যে, সেজাে হয়ে বসতেও পারতেন না ৷ ফলে, ধর্যান্তরের যে প্রস্তাব ওরা
    দিত বাধ্য হয়ে তাকে তা বাহ্যিকভাবে গ্রহণ করতে হত ৷ শেষ পর্যন্ত ওরা র্তাকে বলত, আল্লাহ্
    ব্যতীত লাত এবং মানাত দু’জন উপাস্য নয় কি ? তিনি মুখে বলতেন, ইব্বা ৷ ওদের প্রচণ্ড
    ১ নারীদের মধ্যে তিনিই প্রথম শহীদ ছিলেন বটে, তবে নারী-পুরুষ নির্বিশেষে ইসলামের প্রথম শহীদ ছিলেন

    হযরত খাদীজার পুর্বের স্বামীর ঔরসজাত সন্তান হযরত হড়ারিছ (রা) ৷ সম্পাদকদ্বয় ৷

    নির্যাতনের মুখে আত্মরক্ষার জন্যে ওদের কথামত এরুপ বলতে হত ৷ আমি বলি, এ ধরনের

    পরিস্থিতি ও প্রেক্ষাপটে আল্লাহ্ তাআলা নাযিল করলেন :

    “কেউ ঈমান আনয়নের পর আল্লাহ্কে অস্বীকার করলে এবং কুফরীর জন্যে হৃদয় উন্মুক্ত

    রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তার জন্যে আছে মহাশান্তি ৷ তবে তার

    জন্যে বুনয় যাকে কুফরী করার জন্যে বাধ্য করা হয় ৷ কিন্তু তার অন্তর ঈমানে অবিচলিত

    ( ১৬ ১ :৬) ৷ বন্তুত তাদের প্রতি আপতিত নৃশংস জুলুম ও অত্যাচারের প্রেক্ষিতে তারা নিরুপায়

    হয়ে গিয়েছিল ৷ আল্লাহ্ তাআলা নিজ কুদরত ও শক্তিতে আমাদেরকে ওই প্রকারের

    জুলুম নির্যাতন থেকে রক্ষা করুন ৷

    ইমাম আহমদ (র) বলেন, আবু মুআবিয়া খাব্বাব ইবন আরতের বরাতে বর্ণনা
    করেন, তিনি বলেছেন, আমি এক সময় কর্মকার ছিলাম ৷ আস ইবন ওয়াইলের নিকট আমার
    কিছুণ্ৰু পা ওনা ছিল ৷ পাওনা উসুল করার জন্যে আমি তার নিকট উপস্থিত হই সে বলে, তুমি
    যতক্ষণ মুহাম্মদ (সা) কে প্রত্যাখ্যান না করবে ততক্ষণ তোমার পাওনা পরিশোধ করব না ৷
    তখন আমি বললাম, “আমি মুহাম্মদ (না)-কে কখনো প্রত্যাখ্যান করব না ৷ এমনকি তোমার
    মৃত্যু হলে এবং মৃত্যুর পর তুমি পুনরুথিত হলেও না ৷ তখন সে বলল, “তাহলে আমার মৃত্যুর
    পর আমি পুনরুথিত হলে তখন সেখানে আমার ধনসম্পদ ও ছেলে যেয়ে নিশ্চয়ই থাকবে ৷
    তুমি তখন আমার নিকট এসো, আমি সেখানে তোমার পাওনা পরিশোধ করে দোবা ৷ এ
    প্রেক্ষিতে আল্লাহ্ তা আলা নাযিল করলেন০ ং

    আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তির প্রতি যে আমার আয়াতসমুহ প্রত্যাখ্যান করে এবং
    বলে, “আমাকে ধন-সম্পদ এবং সন্তান-সম্ভতি দেয়া হবেই ৷” সে কি অদৃশ্য সম্বন্ধে অবগত
    হয়েছে অথবা দয়াময়ের পক্ষ থেকে প্রতিশ্রুতি৷ লা ৩ করেছে ? কখনই নয়, সে যা বলেত তা আমি
    লিখে রাখবই এবং তার শা ৷স্তি বৃদ্ধি করতে থাকর ৷ সে যে বিষয়ে কথা বলে, তা থাকবে আমার
    অধিকারে এবং সে আমার নিকট আসবে একা (১৯ : ৭৭) ৷
    ইমাম বুখারী, মুসলিম ও অন্যান্যরা আমাশ সুত্রে হাদীছটি বর্ণনা করেছেন ৷ সহীহ্ বুখায়ীর
    ভাষ্য এই : “আমি মক্কায় কর্মকার ছিলাম ৷ আস ইবন ওয়াইলকে আমি একটি তরবারি বানিয়ে

    দিই ৷ পরে পারিশ্রমিক নিতে তার নিকট উপস্থিত হই ৷ এরপর তিনি পুর্ণ হাদীছটি বর্ণনা
    করেন ৷

    ১ অন্য বর্ণনায় আবুজাহ্ল তার লজ্জান্থানে আঘাত করে বলে উল্লিখিত হয়েছে ৷ সম্পাদকদ্বয়

    বুখারী (র) বলেন, হুমায়দী খাবৃবাব (বা) সুত্রে বলেন তিনি বলেছেন এক সময়

    আমি রাসুলুল্লাহ (সা) এর নিকট উপ তহই ৷ তখন তিনি কা বাগৃহের ছায়ায় চাদরকে
    বালিশ্ রুপে ব্যবহার করে শুয়ে ছিলেন ৷ আমরা তখন মুশবিকদের প্রচণ্ড নির্যাতনের শিকার
    হচ্ছিলাম ৷ আমি তাকে বললাম, “আপনি কি আল্লাহর নিকট দু অ৷ করবেন না ?” আমার কথা
    শুনে তিনি উঠে বললেন ৷ রাগেত নয় মুখমণ্ডল তখন রক্তিম হয়ে উঠেছে ৷ এরপর তিনি বললেন

    তোমাদের পুর্বে যারা ছিল লৌহ নির্মিত চিরুনী দিয়ে নদের দেহ চিরে দেয়া হয়েছে ৷ দেহের
    মাংসও শিরা ভেদ করে ন হাড় পর্যন্ত পৌছেছে ৷ এত অত্যাচার নির্যাতনও তাদেরকে দীন
    থেকে বিচ্যুত করতে পারেনি ৷ত তাদের মাথার উপর করাত রেখে :াদেরকে চিরে দু টুকব৷ করে
    ফেলা হয়েছে ৷ তবু তাদেরকে দীন থেকে বিচ্যুত করতে পারেনি ৷ মহান আল্লাহ আমাদের এই
    দীনকে নিশ্চয়ই পুর্ণতা দান করবেন ৷ শেষে এমন এক পরিবেশ তৈ রী হবে যে পথিক সানাআ
    থেকে হ দবামাউত পর্যন্ত দীর্ঘ পথ নিরাপদে অতিক্রম করবে ৷ একমাত্র আল্লাহ ব্যতীত অন্য
    কাউকে সে ভয় করবে না ৷ রাবী বুনান এত তটুকু অতিরিক্ত বর্ণনা ৷করেছে, “তখন পথিকত
    বকরীপালে বাঘের আক্রমণের আশংকাও করবে না ৷” অন্য এক বর্ণনায় আছে যে, রাসুলুল্লারহ্
    (সা) বলেছেন, “তোমরা কিভু ছুরা করে অস্থির হয়ে পড়ছ” এ অংশটি শুধু ইমাম বুখারী (র)
    উদ্ধৃত করেছেন ৷ ইমাম মুসলিম এটুকু উদ্ধৃত করেননি ৷ খাবৃবাব (বা) থেকে অন্য সুত্রে একটি
    হাদীছ বর্ণিত হয়েছে ৷ সেটি এটি অপেক্ষা সংক্ষিপ্ত ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷

    ইমাম আহমদ (র) বলেন, আবদুর রহমান খাবৃবাব (রা) সুত্রে বর্ণনা করেন ৷
    তিনি বলেন, ষুহরের নামায়ের সময়ে প্রচণ্ড গরম লাগার কথা অভিযোগ আকারে আমরা
    রাসুলুল্লাহ্ (সা) কে জানাই ৷ আমাদের অভিযোগ নিরসনে তিনি তাৎক্ষণিক কোন ব্যবস্থা
    নেননি ৷ ইবন জা ফরের বর্ণনায় আছে যে, “তিনি অভিযোগ রুপে এটি গ্রহণ করেননি ৷

    ইমাম আহমদ (র) আরো বলেন সুলায়মান ইবন দাউদ খাবৃবাব (রা) সুত্রে
    বলেছেন ৷ তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ্ (না)-এর নিকট দাবদাহের অভিযোগ পেশ
    করলাম ৷ তিনি আমাদের অভিযোগ নিরসনে কোন ব্যবস্থা নিলেন না ৷ শুব৷ বলেন, অর্থাৎ
    মধ্যাহ্নের দাবদাহ ৷

    ইমাম মুসলিম, নাসা ঈ, বায়হা ৷কী প্রমুখ (র) আবু ইসহাক সুবাঈ খাবৃবাব (রা) সুত্রে
    বর্ণনা করেছেন, তিনি বলেন ৷ আমরা রাসুলুল্লাহ্ (সা) এর নিকট প্রচণ্ড খরত নপের অভিযোগ
    পেশ কবি ৷ বায়হাকীর বর্ণনায় অতিরিক্ত আছে, “আমাদের হাতে ও মুখে প্রচণ্ড গরম লাগার

    অনুযোগ কবি ৷ আমাদের অনুযোগ নিরসনে তিনি তাৎক্ষণিক কে ন ব্যবস্থা নেননি ৷ অন্য এক

    বর্ণনায় আছে যে, “আমরা প্রচণ্ড গরমের মধ্যে নামায আদায় সম্পর্কে রাসুলুল্লাহ্ (সা )-^এর
    নিকট অনুযোগ কবি ৷ তিনি তা নিরসনে কো ন তাৎক্ষণিক ব্যবস্থা নেননি ৷

    ইবন মাজাও সংক্ষিপ্ত আকারে অনুরুপ বর্ণনা করেছেন ৷ প্রথম হাদীছের মর্ম এই ছিল যে,
    মুশবিকগণ কর্তৃক প্রচণ্ড উত্তপ্ত মরুভুমিতে নির্যাতন করার কথা তারা অভিযোগ আকারে
    রাসুলুল্লাহ্ (না)-এর নিকট পেশ করেন ৷ ওরা মুসলমানদেরকে উপুড় করে মাটিতে ফেলে টেনে
    হিচড়ে নিয়ে যেত ৷ আর মুসলিমরা নিজেদের হাতের তালুর সাহায্যে নিজেদেরকে রক্ষার চেষ্টা

    করতেন ৷ এরকম আরো অনেক প্রকারে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাত ৷ এ সম্পর্কে
    ইবন ইসহাক ও অন্যান্যদের দ্বারা বর্ণিত হাদীছগুলাে আমরা ইতোপুর্বে উল্লেখ করেছি ৷ এ
    সকল অত্যাচার নির্যা৩ নের প্রেক্ষাপটে মুসলমানগণ রাসুলুল্লাহ (সা) এর নিকট অনুরোধ

    জানিয়েছিলেন তিনি যেন মুশারিকদের বিরুদ্ধে আল্লাহ্র নিকট বদ দু আ করেন ৷ অথবা এ দু আ
    করেন যে, আল্লাহ্ যেন মুসলমানদের বিজয় দান করেন ৷ তিনি এ দৃআ করবেন বলে
    মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু নির্ধারিত সময়ে তিনি দৃআ করেননি বরং
    পুর্ববর্তী ঈমানদারদের ইতিহাস ও ঘটনা উল্লেখ করেছেন যে, তারা আরো কঠোর ও
    কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন ৷ কিন্তু তবুত তারা দীন থেকে বিচ্যুত হননি ৷ প্রসঙ্গক্রমে
    তিনি মুসলমানদেরকে ঐ সুসং বাদ দেন যে, দীন ই ইসলামকে আল্লাহ তা আলা অতিসতৃর
    পুংতিা দা ন করবেন ৷ এটিকে রিশ্বময় প্রচারিত ও প্রসারিত করবেন এবং দেশে দেশে এ ধর্মকে
    এবং ঐ ধর্মের অনুসারীদেরকে সাহায্য করবেন ৷ অবশেষে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যে,
    সওয়ারী ও মুসাফির ব্যক্তি সান আ থেকে হাদরামাউত পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দিবে একমাত্র

    আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় তার অম্ভরে থাকবে না ৷ এমনকি তার বকরীপালের উপর
    বাঘের আক্রমণেরও আশংকা থাকবে না ৷ তবে তিনি তাদেরকে বলেছেন যে, তোমরা তাড়াহুড়া
    কবছ ৷ এ প্রেক্ষাপটে বর্ণনাকারী বলেছেন যে, আমাদের মুখে ও হাতে প্রচণ্ড তাপ লাগার কথা
    অভিযোগ আকারে আমরা রাসুলুল্লাহ্ (সা) এর নিকট পেশ করি ৷ তিনি আমাদের
    অভিযোগ নিরসনে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেননি ৷ অর্থাৎ ওই কঠিন সময়ে আমাদের জন্যে
    দৃআাকরেননি !

    এ হাদীছের আলোকে যারা একথা বলেন যে, যুহরের নামায আদায়কালে সুর্যতাপে
    শীতলতা আমার মত বিলন্ব করা সমীচীন নয় এবং যারা একথা বলেন যে, নামাষের মধ্যে
    সিজদার সময় মাটিতে হাত রাখা ওয়াজিব, তাদের বক্তব্য সংশয়মুক্ত নয় ৷ এটি ইমাম শাফিঈ
    (র)-এর দুটো অভিমতের একটি ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷

    রাসুলুল্লাহ্ (না)-এর বিরুদ্ধে মুশরিকদের তর্ক-বিতর্ক

    তাদের প্রত্যুত্তরে রাসুলুল্লাহ্ (না)-এর য়থোপযুক্ত প্রমাণ পেশ এবং পোড়ামি, হিংসা,
    সত্যদ্রোহিতা ও প্রত্যাথ্যানমুলক মানসিকতার তাড়নায় প্রকাশ্যে তারা সত্য আীকার করলেও
    মনে মনে তাদের সত্য উপলব্ধি ও সাত তারাীকৃতি প্রদা ন সংক্রান্ত বিবরণ নিম্নে দেয়া হলো ৷

    ইসহাক ইবন রাহ্ওয়ায়হ বলেন, আবদুর রায্যাক (বা) হযরত ইবন আব্বাস (রা) সুত্রে

    ন্ব্ করেন ৷ তিনি বলেন, একদা ওয়ালীদ ইবন মুগীরা রাসুলুল্লাহ্ (সা) এর নিকট উপস্থিত
    নিা; তাকে কুরআন পাঠ করে শো নান ৷ তাতে সে কুরআনের প্রতি কিছুটা আকৃষ্ট ও বিন্মা

    হয়ে পড়ে এ সংবাদ আবু জা হ্লের নিকট পৌছে যায় ৷ সে ওয়ালীদের নিকট এসে বলে, চাচা
    আপনার গোত্রের লোকেরা আপনার জন্যে কিছু মালামাল সংগ্রহ করতে চাচ্ছে ৷ ওয়ালীদ বলল,
    কেন কী হয়েছে ? সে বলল, আপনাকে দেখার জন্যে ৷ কারণ, আপনি র্মুহাষ্মদের নিকট
    গিয়েছেন আপনার পুর্ব ধর্মমত পরিত্যাগ করার জন্যে ৷ ওয়ালীদ বলল, কুরায়শের লোকজন
    তো জানে যে, আমি তাদের অন্যতম ধনাঢব্র ব্যক্তি ৷ তাহলে ধন-সম্পদের আমার প্রয়োজন কী ?

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ রাসূলুল্লাহ্ (সা)-কে জব্দ করার উদ্দেশ্য মুশরিকরা যে সব নিদর্শন ও অনৈতিক ঘটনা প্রদর্শনের দাবি জানিয়েছিল Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.