প্রশ্ন
মুফতী সাহেব হুজুর! আমি ছয় মাসের অন্তঃসত্বা ৷ আজ গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে ৷ আমাকেও নিতে বলা হয়েছে ৷ জানতে চাই রোযা অবস্থায় টিকা নিতে পারবো কি না? টিকা নিলে কি রোযা ভেঙ্গে যাবে?
উত্তর
রোযা রাখা অবস্থায় ইঞ্জেকশন নিলে যেহেতু রোযা ভাঙ্গে না। তাই টিকা নিতেও কোন সমস্যা নেই। এতে রোযার কোনো ক্ষতি হবে না। আপনি রোযা রেখে টিকা নিতে পারবেন ৷
-ইমদাদুল ফাতওয়া-২/১৪৪; ফাতওয়ায়ে মাহমুদিয়া-১৫/১৭৩; আহসানুল ফাতওয়া-৪/৪২২; ফাতওয়া উসমানী-২/১৮১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-ইমদাদুল ফাতওয়া-২/১৪৪; ফাতওয়ায়ে মাহমুদিয়া-১৫/১৭৩; আহসানুল ফাতওয়া-৪/৪২২; ফাতওয়া উসমানী-২/১৮১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন