প্রশ্ন
লোকমুখ শুনেছি, মুসা আ. আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মত হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেননি। এ কথা ঠিক কি না জানালে খুশি হব।
উত্তর
প্রশ্নোক্ত কথাটির যথেষ্ট জনশ্রুতি থাকলেও তা সঠিক নয়। বিখ্যাত হাদীস শাস্ত্রজ্ঞ হাফেয যাহাবী রাহ.সহ একাধিক হাদীস বিশারদ এ সংক্রান্ত বর্ণনাটিকে জাল আখ্যা দিয়েছেন।
-মীযানুল ইতিদাল ২/১৫২; লিসানুল মীযান ৩/৪৪; তানযীহুশ শরীয়াতিল মারফুআহ ১/২৪৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মুসা আঃ এর ঘটনা
মুসা নবীর কবর কোথায়
মুসা আঃ এর মৃত্যু
মুসা আঃ এর বিবাহ
মুসা নবীর জন্ম সাল
ভারতে কোন নবীর কবর
মুসা আঃ এর মোজেজা
হযরত মুসা নবীর কবর