দাওরায়ে হাদিসকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স এর সমমান প্রদান করায় সোহরাওয়ার্দি উদ্যানে আলেমসমাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন সংবর্ধনা জানাতে ব্যতিব্যস্ত, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কওমি মাদ্রাসাসমুহের প্রতি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
প্রাথমিকভাবে যা প্রকাশ পেয়েছে চট্টগ্রামের পটিয়া থানাধীন সকল কওমি মাদ্রাসায়।
মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা পরিষদের বরাত দিয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান এমন কয়েকটি নির্দেশনা জারি করেছেন, যেগুলো কওমি মাদ্রাসার শতবর্ষের ঐতিহ্য ও স্বকীয়তা নষ্ট করে দেবে।
নোটিশে বলা হয়েছে;
১. ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
২. প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইতে হবে।
৩. এসেম্বলি করে প্রতিদিন ক্লাসে ঢুকতে হবে।
৪. প্রতিটি ক্লাসে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠদান করতে হবে।
সেইসাথে সমস্ত শিক্ষকদের মোবাইল নাম্বার সহ একটি তালিকা জমা দিতে বলা হয়েছে।
যেকোনো সময় খোঁজ নেওয়া হবে, উপরোক্ত কাজগুলো ঠিকমতো করা হচ্ছে কি না!
বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ কওমি মাদ্রাসা পটিয়া থানায় অবস্থিত।
শিক্ষাগত মান ও ঐতিহ্যের দিক দিয়ে পটিয়া মাদ্রাসা সর্বমহলে সুপ্রসিদ্ধ।
স্বীকৃতি প্রদানের অল্পদিনের ভেতরে এই মাদ্রাসার প্রতি উপরোক্ত প্রজ্ঞাপন জারি করায় অনুমান করা যায়, ধীরেধীরে এই প্রজ্ঞাপন দেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রতি জারি করা হবে।
সূত্রঃ- কওমী ভিশন