সকাল সন্ধ্যায় মাত্র তিনবার করে পড়তে হবে।
৩বার পড়তে সময় লাগে মাত্র ১৫-২০ সেকেণ্ড।
হযরত ওসমান ইবনে আফ্ফান (রাযি:) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে, কেহ এই কালেমাগুলি সন্ধ্যায় তিনবার পাঠ করিলে সকাল পর্যন্ত এবং সকালে তিনবার পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোন মুসীবত তাহার উপর আসিবে না। (কালেমাগুলি এই)।
بسم الله الذى لا يضر مع اسمه شيئ في الأرض ولا في السماء وهو السميع العليم
উচ্চারণ: বিমমিল্লাহিল্লাযি লা-ইয়াদুররূ মা’আছমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিসসামাই ওয়াহুয়াছ ছামিউল আ’লীম।
অর্থাৎ- সেই আল্লাহর নামে (আমি সকাল অথবা সন্ধ্যা করিলাম) যাহার নামের সহিত জমিন-আসমানের জিনিস ক্ষতি করে না এবং তিনি (সব কিছু) শুনেন ও জানেন। (আবু দাউদ- ৫০৮৮)।