প্রশ্ন
মুফতী সাহেব আজ আমাদের মসজিদের ইমাম সাহেব জুমার নামাযের সময় খুতবার বই খুজে কোথাও না পেয়ে খুতবা পড়া ছাড়াই জুমার নামায পড়িয়েছেন। তাই জানার বিষয় হলো,আমাদের আজকের জুমার নামায আদায় হয়েছে কি না ? না হইলে করনীয় কি?
উত্তর
খুতবা জুমার নামায সহীহ হওয়ার জন্য শর্ত। তাই খুতবা ছাড়া জুমার নামায আদায় হয় না। অতএব প্রশ্নে বর্নিত সুরতে আপনাদের জুমার নামায আদায় হয়নি। তাই আপনাদের করনীয় হলো, উক্ত দিনের যোহরের নামায কাযা করে নিতে হবে।
– ফাতাওয়া খানিয়া ১/১৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৯ মাজমাউল আনহুর ১/২৫৫৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সম্পর্কিত পোস্ট: ক) শীতকালে কিছু মুসল্লীকে দেখা যায়, নামাযের মধ্যে দাঁড়ানো অবস্থায় মাঝেমধ্যে বৃষ্টির কারণে আমাদের অফিসেই জামাতের সাথে নামায আদায় করতে একবার আমার গোসল ফরয হলে খুব তাড়াহুড়া করে গোসল করি অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করার হুকুম যদি নামাযী ব্যক্তির সামনে কোনো সুতরা না থাকে এবং এ কখনো এমন হয় যে আমি যোহরের নামাযের নিয়তে জায়নামাযে দাঁড়াই লঞ্চ, ফেরী ইত্যাদিতে জুমার নামায পড়ার বিধান কী? যদি জুমার আমরা জানি যে, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের সুন্নত আমাদের মসজিদে এক ব্যক্তি অসুস্থতার কারণে কোনোভাবেই মাটিতে বসতে পারে হুযুর, আজ ফজর নামাযে প্রথম রাকাতে আমি ইমামের পেছনে দাঁড়িয়ে সিজদার সময় আমার দুই পা মাঝে মাঝে উঠে যায়। আমার আমি দীর্ঘ দশ/বার দিন অসুস' ছিলাম। মাথা দ্বারা ইশারা করেও নামাযে লম্বা কেরাত পড়ার সময় শুরুতে বড় এক আয়াত পরিমাণ আমরা জানি, তাওয়াফের পর দুই রাকাত নামায পড়তে হয়। কিন্তু দাড়িয়ে নামায পড়া কষ্টকর হলে নামাযের ভিতরে বসে যাওয়া কেউ যদি যিলহজ্বের ৯ তারিখ থেকে ১৩ তারিখ অর্থাৎ তাশরীকের আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি উচ্চস্বরে নামাযের নিয়ত করার কিছুদিন হল আমি নামায শুরু করেছি। আমি নামাযে এভাবে সিজদা সালাতুত তসবীহ নামাযের প্রমান, ফযিলত, ও পড়ার নিয়ম আমরা জানি, নামাযে আস্তের স্থানে জোরে পড়লে বা জোরের স্থানে আমি একটি বইয়ে পড়েছি, বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ আমাদের মহল্লার মসজিদটি বেশ বড়। জুমআর নামায ছাড়া অন্য কোনো জনৈক ব্যক্তি একাকী নামায পড়ার নিয়তে নামায শুরু করার পর নামাযের সময় চোখ খোলা রাখলে আমার দৃষ্টি এদিক-ওদিক চলে যায় চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর আমি মাগরিব নামাযের প্রতম রাকাতে সূরা হুমাযাহ ও দ্বিতীয় রাকাতে সেদিন এক ব্যক্তির মুখে শুনলাম, রমযান মাসে নাকি এমন একটি অসুস্থ অবস্থায় আমি একদিন মাগরিবের পর ঘুমিয়ে পড়ি। এতে আমার আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন ইশার নামাযে প্রথম বৈঠক না অশুদ্ধ তিলাওয়াতকারীর পিছনে নামাযের ইক্তিদা করা
খুতবা ছাড়া জুমার নামায পড়া Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।