প্রশ্ন
নামাযের মধ্য আমার প্রায়ই হাই আসে। এ অবস্থায় আমার করণীয় কী, জানালে উপকৃত হব।
উত্তর
হাদীস শরীফে আছে, ‘হাই শয়তানের পক্ষ থেকে আসে।’ (সহীহ বুখারী ১/৬৪৬) তাই নামাযে হাই আসলে যথাসাধ্য তা দমন করার চেষ্টা করবে। একান্তই দমন করা সম্ভব না হলে হাত বাঁধা অবস্থায় হাই এলে ডান হাতের পিঠ মুখের উপর রাখবে। এছাড়া অন্য অবস্থায় বাম হাত রাখবে।
আলবাহরুর রায়েক ২/২৫;শরহুল মুনইয়া ৩৪৫; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী ১৯৪; আদ্দুররুল মুখতার ১/৪৭৮
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
নামাজের সময় হাই আসে কেন
হাই আসলে কি দোয়া পড়তে হয়
হাই উঠলে করণীয়
হাই তোলার অপকারিতা
নামাজে হাঁচি আসলে কি হয়
হাই আসলে কি বলতে হয়
হাই তুলা
হাই তোলার হাদিস