প্রশ্ন
আমি মাগরিবের নামাজ জামাতের সহিত এক রাকাত পেয়েছি আর দুই রাকাতের মাসবুক হয়েছি। ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি দুই রাকাতের মাঝে না বসে নামাজ শেষ করে ফেলেছি, সাহু সাজদাও দেয় নাই। মুফতি সাহেবের নিকট জানতে চাই, আমার নামাজ কি হয়েছে? নাকি পুনরায় আদায় করতে হবে ??
উত্তর
হ্যা, আপনার নামাজ হয়ে গেছে। তবে উচিত ছিল দুই রাকাতের মাঝে বসে তাশাহুদ পড়ে নেয়া। এই ভুলে কারনে সাহু সাজদা আবশ্যক হয় না।
দলিলঃ-
ফতোয়ায়ে শামী ২/২০৩. বাহরুর রায়েক ১/২১৭ ফতহুল কাদির ১/৪০১.
দলিলঃ-
ফতোয়ায়ে শামী ২/২০৩. বাহরুর রায়েক ১/২১৭ ফতহুল কাদির ১/৪০১.
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
মাসবুকের মাগরিবের নামাজ
ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে
মাসবুকের নামাজের নিয়ম
দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে
জোহরের নামাজ জামায়াতে পড়ার নিয়ম
জামাত ছাড়া নামাজ
নামাজের ফরজ ছুটে গেলে
লাহেক ব্যক্তির নামাজ